প্রথম দুই ভলিউমের তুলনায় তৃতীয় ভলিউমে সূরাগুলোয় ব্যাখ্যার পরিমাণ কমিয়ে আনা হয়েছে। শেষ পারার অধিক পঠিত ছোট সূরাগুলোয় যতটা ব্যাখ্যার অবকাশ ও প্রয়োজন ছিল ততটা পরবর্তী সময়ে আর নেই বলে মনে করছি। চেষ্টা করা হয়েছে অধিক ব্যাখ্যায় না গিয়ে অতটুকু কথা বলা যা পাঠককে চিন্তার ব্যাপারে সাহায্য করবে। কুরআন নিয়ে চিন্তা করাটা বেশি গুরুত্বপূর্ণ। অতি ব্যাখ্যায় হারিয়ে গেলে সেটা সম্ভবপর নয়।
এই ভলিউম তৈরি করতে বেশ কিছু তাফসির গ্রন্থের সাহায্য নেওয়া হয়েছে। তার মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ড. সুলায়মান আল-আশকারের ‘যুবদাহ আত-তাফসীর’, ইমাম মুহাম্মদ মুতাওয়াল্লি আশ-শা’রাউইর ‘তাফসির আশ-শা’রাউই’, ইমাম তাহির বিন আশুরের ‘আত-তাহরির ওয়াত-তানউইর’, ইমাম ইবন আতিয়্যার ‘আল-মুহার্রির আল-ওয়াজিয’ ইত্যাদি।