ফ্ল্যাপে লেখা কথা আমার প্রিয় মানুষ হবু ডক্টর এর কাছে গিয়ে টাকাটা হাতে নিয়ে বললাম, ‘এসেছে। আমাদের দুজনের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে কিন্তু আমরা হাসছি, আনন্দের হাসি। নিজেকে ফিরে পাওয়ার আনন্দ। সে বলল, ‘সবার কথায় আমরা কান দেইনি, দিবও না। তুমি এখনো শেষ হয়ে যাওনি, এখন তোমার শুরু।’ একজন সফল ফ্রিল্যান্সারের জীবনী যদি জানতেন তবে আপনি নিজেই প্রত্যেককে ‘লিজেন্ড’উপাধিতে ভূষিত করতেন। বিশ্বাস করুন তাঁরা শতবার ব্যর্থ হয়েছে। কাউকে সে কথা বলেনি। রাতের পর রাত পার করেছে শুধু স্কিল ডেভেলপমেন্টের জন্য। কিন্তু যখন একজন ছোটভাই তাঁর কাছে এসে আবদার করে, ‘ভাইয়া, দয়া করে আমাকে সহজে ইনকাম করার কোনো উপায় দেখিয়ে দিন।’তখন বড় ভাইটি লজ্জায় লাল হয়ে যাওয়ার মতো বিব্রতকর অবস্থায় পড়ে। সূচিপত্র ১. আমার ফ্রিল্যান্সার হওয়ার গল্প ২. ফ্রিল্যান্স জীবনে আমার পদার্পণ ৩. জব হোল্ডার থেকে ফ্রিল্যান্সার ৪. আমি যেভাবে গ্রাফিক্স ডিজাইনার হলাম ৫. আমি যেভাবে ওয়েব ডেভেলপার হলাম ৬. আমি মোবাইল অ্যাপ নিয়ে কাজ করি ৭. আমি এনিমেশন নিয়ে কাজ করি ৮. আমি কনটেন্ট রাইটিংয়ের কাজ করি ৯. আমি মার্কেটিংয়ের কাজ করি ১০. আমি পড়াশোনার পাশাপাশি কাজ করি ১১. আমি অফিস নিয়ে কাজ করি ১২. মায়ের চিকিৎসার জন্য ১৩. একটি কম্পিউটার এবং আমার পথ চলা ১৪. কেনো সফল ফ্রিল্যান্সাররা নতুনদের সাহায্য করতে উৎসাহবোধ করেন না? ১৫. ই-কমার্স ১৬. শুরু করতে পারেন আপনিও
মোঃ আমিনুর রহমান (১)
মাে. আমিনুর রহমান। লেখাপড়া করেছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে। বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বর্ষে পড়ার সময় থেকেই প্রথম আলাের কম্পিউটার প্রতিদিন বিভাগে লেখালেখি শুরু করেন, চলছে এখনাে। ততীয়বহে পড়ার সময় ডাক্তারদের জন্য তৈরি করেন ডক্টর প্রেসক্রিপশন নামের একটি সফটওয়্যার। সেটি নিয়ে ১৮০৭-২০০৮ তারিখ প্রথম আলাের প্রজণ্ড ডটকমে এবং ২১-০৭-২০০৮ তারিখ দৈনিক ইনকিলাবে প্রতিবেদন প্রকাশিত হয়। কয়েকজন ডাক্তার এখনাে এই সফটওয়্যারটি ব্যবহার করছেন। চতুর্থবর্ষে পড়ার সময় তৈরি করেন এসএমএসে টিকেট কাটার সফ্টওয়্যার । ২৩-১০-২০০৯ তারিখ প্রথম আলাের প্রজণ্ড ডটকমে সেটি নিয়েও প্রতিবেদন প্রকাশিত হয়। তার মাস ছয়েক পর মােবাইল কোম্পানিগুলাে এই ধরনের একটি সফ্টওয়্যার তৈরি করে ট্রেনের টিকেট কাটার জন্য ব্যবহার করেন।
গত বছরের শুরুতে ‘আউটসাের্সিং: শুরুটা যেভাবে শিরােনামে লেখকের এই লেখাগুলাে প্রথম আলাের কম্পিউটার প্রতিদিন বিভাগে ধারাবাহিক ভাবে ছাপা হয়েছিল। অনেকটা শখের বসেই লেখালেখি করেন। পেশা তাঁর আউটসাের্সিং। ভালােবাসেন সমরেশ মজুমদার এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের বই পড়তে, সিনেমা দেখতে, আনিসুল হকের লেখা নাটক দেখতে এবং মুহম্মদ জাফর ইকবালের লেখা কলাম পড়তে।