জন্ম ১৯৮২ সালের ২৫ জুন, ঢাকায়। চার ভাইবােনের মধ্যে ২য় ১৯৯৯ সালে যাত্রাবাড়ির এ, কে উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেছেন, উচ্চ মাধ্যমিক পড়েছেন। পিলখানার বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুল রউফ কলেজে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে। গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন।
পড়ালেখা অর্থনীতিতে হলেও ২০০০ সাল হতে আইটি চর্চায় নিজেকে ব্যাপৃত রেখেছেন। ২০০৬ সাল হতে প্রফেশনালভাবে কাজ করছেন। মূলত হার্ডওয়্যার, নেটওয়ার্কিং, গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং বিষয়ে তার রয়েছে যথেষ্ট দক্ষতা। প্রফেশনালভাবেও এসব বিষয়ে দেশি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করে যাচ্ছেন। নিজে কাজ করার পাশাপাশি নতুন দক্ষ জনগােষ্ঠী তৈরির পিছনে ২০১২ সাল হতে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন ট্রেনিং সেন্টারে ট্রেনিং দেওয়ার সাথে যুক্ত থাকার পাশাপাশি বিভিন্ন ফ্রিল্যান্সিং বিষয়ক ব্লগিং, ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল, পত্রপত্রিকায় ফ্রিল্যান্সিং বিষয়ক বিভিন্ন ফিচার লিখে যাচ্ছেন। বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ তৈরির বিভিন্ন উদ্যোগের সাথে সরাসরি যুক্ত রয়েছেন। বর্তমানে বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন পরিচালিত লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টের চট্টগ্রাম ও সিলেট ডিভিশনের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পার্থ সারথি কর
ভিজুয়াল গাইড বইমেলা ২০১২-তে প্রকাশিত হওয়ার পর পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে । প্রযুক্তির প্রতি কৌতুহলী দৃষ্টিভঙ্গি এবং উদার মানসিকতাসম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে ভার্চুয়াল জগতে তার পরিচিতি। তাছাড়াও নতুন কিছু করার এবং প্রযুক্তিকে মানুষের দোরগােড়ায় পৌছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
কর্মজীবনে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে লেখকের অভিজ্ঞতা বাংলাদেশের উদীয়মান ফ্রিল্যান্সারদের ধারণা উন্নয়নে ভূমিকা রাখবে । সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে স্নাতক পড়াশােনা করা লেখক ছাত্রাবস্থা থেকেই প্রযুক্তিবিষয়ক লেখালেখি, ম্যাগাজিন সম্পাদনা, ব্লগিং, ইত্যাদি বিষয়ের সাথে সরাসরি যুক্ত আছেন । এবং তিনি বাংলাদেশ ওপেন সাের্স নেটওয়ার্কের একজন সক্রিয় সদস্য।
মোঃ আমিনুর রহমান (১)
মাে. আমিনুর রহমান। লেখাপড়া করেছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে। বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বর্ষে পড়ার সময় থেকেই প্রথম আলাের কম্পিউটার প্রতিদিন বিভাগে লেখালেখি শুরু করেন, চলছে এখনাে। ততীয়বহে পড়ার সময় ডাক্তারদের জন্য তৈরি করেন ডক্টর প্রেসক্রিপশন নামের একটি সফটওয়্যার। সেটি নিয়ে ১৮০৭-২০০৮ তারিখ প্রথম আলাের প্রজণ্ড ডটকমে এবং ২১-০৭-২০০৮ তারিখ দৈনিক ইনকিলাবে প্রতিবেদন প্রকাশিত হয়। কয়েকজন ডাক্তার এখনাে এই সফটওয়্যারটি ব্যবহার করছেন। চতুর্থবর্ষে পড়ার সময় তৈরি করেন এসএমএসে টিকেট কাটার সফ্টওয়্যার । ২৩-১০-২০০৯ তারিখ প্রথম আলাের প্রজণ্ড ডটকমে সেটি নিয়েও প্রতিবেদন প্রকাশিত হয়। তার মাস ছয়েক পর মােবাইল কোম্পানিগুলাে এই ধরনের একটি সফ্টওয়্যার তৈরি করে ট্রেনের টিকেট কাটার জন্য ব্যবহার করেন।
গত বছরের শুরুতে ‘আউটসাের্সিং: শুরুটা যেভাবে শিরােনামে লেখকের এই লেখাগুলাে প্রথম আলাের কম্পিউটার প্রতিদিন বিভাগে ধারাবাহিক ভাবে ছাপা হয়েছিল। অনেকটা শখের বসেই লেখালেখি করেন। পেশা তাঁর আউটসাের্সিং। ভালােবাসেন সমরেশ মজুমদার এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের বই পড়তে, সিনেমা দেখতে, আনিসুল হকের লেখা নাটক দেখতে এবং মুহম্মদ জাফর ইকবালের লেখা কলাম পড়তে।
Title :
ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং শেখার গল্প নিয়ে (৪টি বই)বইবাজার বান্ডেল