ফ্ল্যাপের কিছু কথাঃ ....‘এক একটা মানুষের মন এক একটা মহাসাগর। তার কোথায় কখন কেতমন করে ঢেউ ওঠে তা কেউ বলতে পারে না।’ ........ তাই তো ঈস্পিত সুখের লালগোলাপ দরতে গিয়ে অন্তর ক্ষতবিক্ষত হয়, রক্ত ঝরে। চাপা কান্না গুমরে গুমরে ওঠে।.... এ কান্নার শেষ নেই। মুনিরা কাঁদে-কাঁদে ডলি আপা, মাসুমা আপা, সালেহা, সাহান, লিপি, মিলি, নিহা.... কাঁদে তাহের, করমান , রশিদ , ফজর...... এরা সবাই যুগ যন্ত্রণার অসহায় শিকার। যন্ত্রণার জটিল আবর্তে আবদ্ধ চলমান সমাজ জীবনের বিভিন্ন স্তর থেকে উৎসারিত খণ্ড খণ্ড ঘটনা আর গুটিকয়েক রক্তাক্ত চরিত্র। ..... এরা সবাই অন্তরের সুখের পায়রা লালন করে সুন্দর জীবনে উত্তরণ চেয়েছে। কিন্তু ঘটনার টানাপোড়েনে এবং মনোলোকের অদৃশ্য অমোঘ লীলাখেলায় নিক্ষিপ্ত হয়েছে যন্ত্রণার অগ্নিকুণ্ডে। আর পুড়ে পুড়ে খাক হয়েছে জীবনভর। কেন এমন হয়? সবাই তো সুখ চায়, শান্তি চায়? কিন্তু সবার ভাগ্যে সুখ নামের শ্বেকপোতটি ধরা দেয় কি? .....শুধু আকাঙ্খা তীব্রতর হয়, যন্ত্রণা বাড়ে। .....শ্বাসরোধী পরিবেশে অভীপ্সা-চঞ্চল বিপর্যস্ত মানবাত্মার সকরুণ আর্তি ধ্বনিত হচ্ছে প্রতিনিয়ত। ..... এমনি অনেক যন্ত্রণার জ্বালাময় ফসল ‘যখন যন্ত্রণা’।