ফ্ল্যাপের কিছু কথাঃ যে ইতিহাস নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। যে ইতিহাস নিয়ে সংসদে বাদ-প্রতিবাদ, সেই ইতিহাসের সময়কালের মধ্যেই আমার জন্ম ও বেড়েওঠা ১৯৪৭ থেকে ২০০৭ এই সময়ের মধ্যে আমরা দুবার স্বাধীনতা অর্জন করেছি। একবার ১৯৪৭-এ, আরেকবার ১৯৭১-এ। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু। কানাডা থেকে অষ্ট্রেলিয়া। এশিয়া, ইউরোপসহ আমেরিকার বহুদেশ ভ্রমণের এক দুর্লভ সৌভাগ্য হয়েছে আমার। যেখানেই গিয়েছি, কোথাও দেখিনি সেসব দেশের রাজনৈতিক ইতিহাসের অস্বচ্ছতা। তখনিই হৃদয়ে অনুভব করি দেশশাসনে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাজনৈতিক দলসমূহের ভূমিকার একটি সঠিক ইতিহাস চিত্রের অভাব। আগামী প্রজন্মের সামনে একটি সঠিক ইতিহাস তুলে ধরার তাগিদ অনুভব করি হৃদয়ে।আর এজন্যই আমার এ ক্ষুদ্র প্রয়াস।
রহমান মোহাম্মদ লুত্ফর
Title :
জিন্নাহ হতে ইয়াহিয়া মুজিব থেকে খালেদা জিয়া