একজন উদ্যোক্তা ও বিনিয়ােগকারী। তিনি ১৯৯৮ সালে) আরও উদ্যোক্তাদের সাথে মিলে পেপাল (Paypal) প্রতিষ্ঠা করেন। তখন তিনি এর প্রধান কার্যনির্বাহী ছিলেন । এরপর পেপাল ইবে (ebgy) কোম্পানির কাছে ১১ হাজার ৮০০ কোটি টাকায় বিক্রি হয়। তিনি ২০০৪ সালে। ফেসবুকের প্রথম বহিরাগত হিসেবে বিনিয়ােগ করেন। একই বছর পালানটির টেকনােলজিস (Palantir Technologies) এরও প্রতিষ্ঠাতা। তিনি প্রাথমিকভাবে লিংকডইন (tinkedin), ইয়েল্প (Yelp) সহ অনেক। উদ্যোগে প্রাথমিকভাবে বিনিয়ােগ করেছেন এবং এর মধ্যে সবগুলােই সফল । তিনি তার সহকর্মীদের নিয়ে ফাউন্ডারস) । ফান্ড (Founders Fund) গঠন করে। এটি সিলিকন ভ্যালির একটি স্বনামধন্য বিনিয়ােগকারী প্রতিষ্ঠান। এখান। থেকে স্পেসএক্স (SpaceX) ও] এয়ারবিএনবি (Airbnb) এর মতাে উদ্যোগ বিনিয়ােগ পেয়েছে। থিয়েল বর্তমান তরুণদের প্রাতিষ্ঠানিক ধরাবাঁধা শিক্ষা বাদ দিয়ে বাস্তবিক শিক্ষা গ্রহণে উৎসাহিত করছে। এই উদ্দেশ্যে তিনি থিয়েল ফাউন্ডেশন (Thiel Foundation) প্রতিষ্ঠা করেছেন। যার লক্ষ্য হচ্ছে 0 প্রযুক্তিগত অগ্রগতি সাধন ও দূর ভবিষ্যৎ নিয়ে কাজ করা।
ব্লেক মাস্টার
২০১২ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। যখন পিটার কম্পিউটার বিজ্ঞানের Constat (Computer Science 183: Startup) নিয়ে ক্লাস নিচ্ছিলেন, তখন সে ক্লাসগুলাের তথ্য টুকে রাখে। সেখান থেকেই জিরাে টু ওয়ান (শিকড় থেকে শিখরে) বইটি তৈরি করা হয়েছে। ব্রেক নিজেও একজন উদ্যোক্তা। তিনি জুডিকাটা (Judicata) নামক এক কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। এটি আইনবিজ্ঞান সংক্রান্ত একটি উদ্যোগ।
Title :
Zero to One: Notes on Start Ups, or How to Build the Future