কাহ্লিল জিবরানের এই ছোট ছোট গল্পগুলো যে কাউকে মুগ্ধতার বনে হারিয়ে দেবে। মুগ্ধ হতে হতে কখন পাঠক আদর্শের সিঁড়ি মাড়াতে শুরু করবেন বুঝতেই পারবেন না। এক যাযাবার, এক ভবঘুরে অথচ সে সবাইকে শিক্ষা দিতে জানে। কাহ্লিল জিবরান এই বইটি লিখেছেন এক মহা ঘোরের ভেতর।
কাহলিল জীবরান
চন্দন চৌধুরী
Overall Ratings (0)