যাত্রা আমাদের দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সম্পদ। বহুকাল ধরে এর প্রচলন চলে আসছে। অভিনয়ক্ষেত্রের বিচারে বাংলা নাট্যসাহিত্যকে মোটাদাগে দুভাগে ভাগ করা যায়। যাত্রা ও নাটক; তবে যাত্রার সাথে নাটকের আঙ্গিকগত রীতিনীতির পার্থক্য সুস্পষ্ট। যাত্রা শুধু আদিম নয়, এ-সাহিত্যের বিশালতা, লোকজ মানুষের সহমর্মিতা, বহু শাখা-প্রশাখা, ধর্মানুভুতি যা সম্পূর্ণ ভিন্নধর্মী, ভিন্ন খাদে প্রবাহিত। যাত্রা লোকসাহিত্যের একটি শাখা। সাধারণ মানুষের জাতিগত, ঐতিহ্যগত, ধর্মগত জনশ্রুতিমূলক কাহিনি ও গীতি যাত্রায় ঘনিষ্ট। ‘যাত্রাতিহাস' মূলত বাংলার যাত্রাশিল্পের ইতিহাস। বাংলার যাত্রাশিল্পের আদিঅন্ত এখানে সন্নিবেশিত হয়েছে। লোকনাট্য, বাংলা নাটকের উৎস, যাত্রার সূচনাপর্ব, অঞ্চলভিত্তিক যাত্রা, পেশাদার অভিনয় শিল্পী, বিখ্যাত যাত্রাপালার তথ্যাদি এখানে যুক্ত হয়েছে। বাংলাদেশের যাত্রাশিল্পের ঐতিহ্য পরম্পরা এবং ইতিহাস চমৎকারভাবে এখানে বিধৃত হয়েছে। বাংলার লোকসংস্কৃতি নিয়ে আগ্রহী যেকোনো গবেষক ও পাঠকের জন্য বইটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি সংগ্রহ হিসেবে দাবি রাখে।