জোড়া হাঁস ফুটিতেছে। পক্ষে-পক্ষে উড়িতেছে রবি ও মঙ্গল, শুল্ক-কৃষ্ণ নাই মিয়াদের বৃষ্টি মাখে তালাবের ঘাই; এই ফোটা, এই মাখা কোলাহলে তেঁতুলিয়া নাফ জারি করে শূন্য-পূর্ণ, যমজ কবজ প্রণালীর অপূর্ব সহায়! পদকর্তা ছল দিলে পদ্মা মজে কদলীর নিঃস্ব মুলে মেঘেরা যে পাহারায় সাঁই তার গুণাগারি মেনে তারে ও তারায় ছোটে; ওলো সই যমুনায় ভাসিতেছে জোড়া পুষ্পহার যমজ দোহাই! সুপ্রিয় প্রাঠক সিরাজীর কাব্যভুবনে রইল নিমন্ত্রন।
হাবীবুল্লাহ সিরাজী
জন্ম ৩১ ডিসেম্বর ১৯৪৮, ফরিদপুর, বাংলাদেশ। বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে ১৯৭০ সালে স্নাতক। পদ্য-গদ্য মিলিয়ে গ্রন্থের সংখ্যা পঞ্চাশের অধিক। উল্লেখযোগ্য পুরস্কার : বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৯১), যশোর সাহিত্য পরিষদ পুরস্কার (১৯৮৭), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮৯), বিষ্ণু দে পুরস্কার (২০০৭), রূপসী বাংলা পুরস্কার (২০১০), মহাদিগন্ত পুরস্কার (২০১১)। বাংলা একাডেমির ফেলো, জাতীয় কবিতা পরিষদের সভাপতি। ভ্রমণ : ভারতবর্ষ, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পাকিস্তান, ইরাক, ইরান, কুয়েত।