মাওলানা জলিল আহসান নদভী এ উপমহাদেশের একজন মশহুর আলেমে দ্বীন ও মুহাদ্দিস। হাদিস শাস্রে অসাধারণ পান্ডিত্তের জন্যই তিনি সমাধিক পরিচিত ও খ্যাতিমান। তিনি মহানবীর াসংখ্য হাদিস মন্থন করে জীবন চলার অতীব প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ হাদিসের একটি মূল্যবান গ্রন্থ সঙ্কলন করেছেন। সহিহ ও নির্ভরযোগ্য হাদিসের এ গ্রন্থটি মুসলমানদের জীবন চলার পথকে সহজ ও সাবলীল করতে যথেষ্ট সহায়ক হবে বলে আশা করি।আমাদের যাদের হাদিসের বিশাল ভুবনে বিচরণ করার অবকাশ ও সুযোগ কম তাদের জন্য এটি সত্যিই গুরুত্বপূর্ণ ও জরুরি প্রয়োজন পূরণকারী একটি হাদিস গ্রন্থ হবে বলে বিবেচনা করি।