ইয়োর নেম (অ্যান ইলাস্ট্রেটেড ভার্সন)
বইবাজার মূল্য : ৳ ২৩২ (২০% ছাড়ে)
মুদ্রিত মূল্য : ৳ ২৯০
প্রকাশনী : ভূমিপ্রকাশ
This book is Out of Print
হাইস্কুলে পড়ুয়া এক মেয়ে,নাম তার মিৎসুহা। আধুনিক সভ্যতা থেকে প্রায় বিচ্ছিন্ন,পাহাড় ঘেরা এক জনপদে তার বাসস্থান। কিন্তু তার মনের মধ্যে গোপন একটা ইচ্ছে লালন করে সে। কোনো একদিন পাড়ি জমাবে স্বপ্নের টোকিওতে। ঘটনাক্রমে একদিন সকালে ঘুম থেকে উঠে মিৎসুহা নিজেকে আবিষ্কার করে স্বপ্নের শহর টোকিওতে। "তাকি" নামের ছেলের চরিত্রে। এটা তার স্বপ্ন? নাকি বাস্তব? একই ঘটনা আবার ঘটছে টোকিওতে বসবাসকারী এক ছেলের ক্ষেত্রেও। নাম তার -"তাকি"। সেও একদিন ঘুম ভাঙার পর নিজেকে আবিষ্কার করে,মিৎসুহার জনপদে,মিৎসুহার চরিত্রে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এগুলো কি নিছকই স্বপ্ন? রহস্যজনক এইসব স্বপ্নের কিংবা বাস্তবের কারণে ক্রমেই তাদের জীবনে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। সবকিছু জট পাকিয়ে যেতে থাকে। আর শুরু হয় এক অদ্ভুত সুন্দর উপাখ্যানের। এতো সুন্দর সে গল্প,এতো সুন্দর তার বর্ণনা যে বই শেষ না করে উঠা দায়। পড়ার সময় বইটির প্রতিটি পাতায় যেন রীতিমতো আটকে ছিলাম। আর বহু বহুদিন পর কোনো বই শেষ করে এতোটা তৃপ্তি পেয়েছি। মূল লেখক,মাকাতো শিনকাইয়ের তো বটেই একই সাথে অনুবাদক রুদ্র কায়সারের অনুবাদের ও ফ্যান হয়ে গেছি। কয়েকটা ভারী শব্দ আর টুকটাক অক্ষর মিসিং ছাড়া,পুরো অনুবাদই ছিল বাসমতি চালের ভাতের মতো ঝরঝরে আর গরম গরম শিঙাড়ার মতো সুস্বাদু।