নির্বাণ লাভের আশায় পাহাড়ের বুকে নেমে আসা উন্মাদ অন্ধকারের মাঝে নৃশংস নির্ঘুম রাত কাটে অঘোরি সন্যাসী মংখাইনুর। অমরত্ব লাভের জন্য একটি প্রাণের বলী দিতে হবে তার, সেই প্রাণ খুজতে সে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় ছুটে চলে। সেই রা¯স্তার মাঝেই বসবাস রানজুনির, যার সাথে আছে স্বয়ং কালভৈরব- তার হাত থেকে কি প্রাণ বাঁচাতে পারবে রানজুনি?
অথবা, আচমকা কাছে আসা পলাশ কি রানজুনি- কে এই ভয়ংকর তান্ত্রিকের হাত থেকে রক্ষা করতে পারবে? দুই মেরু থেকে কাছে আসা এই দুটি মানুষের শেষ পরিনতি কি গল্পের মতো সুন্দর হবে? এই গল্পটি শুধুমাত্র একটি প্রেমের গল্প নয়,এই গল্পটি অবিশ্বাস, প্রতিশোধ, হতাশা, অন্ধবিশ্বাস, প্রতারণা আর নৃশংসতার গল্প।