বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত জ্ঞান চিরকালই মানব সমাজের সমৃদ্ধি ঘটিয়ে এসেছে। ভৌগলিক অবস্থান ভেদে বিভিন্ন দেশ এবং সমাজের মানুষের আচার আচরণ এবং কর্মকাণ্ডের মধ্যে অনেক বৈষম্য যেমন রয়েছে তেমনি মিলও রয়েছে। নিজ গুণ ও প্রতিভার বলে প্রতিষ্ঠিত মহৎ মানুষেরা তাদের সফল্যের কলাকৌশল প্রথিত জ্ঞান সমগ্র পৃথিবী ব্যাপী ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছেন লেখনির মাধ্যমে। আবার বহু যুগ ধরে অনেক কাঠখড় পুড়ে এক একটি দেশে সৃষ্টি হয়েছে এক এক স্বাদের বাস্তবমুখী সৃজনশীল প্রবাদ। সে সব উক্তি ও প্রবাদ আপাত দৃষ্টিতে তুচ্ছ মনে হতে পারে কিন্তু তাদের যথাযথ প্রয়োগ পাহাড় প্রমাণ সমস্যার সমাধানও দিতে পারে।
সম্মানিত পাঠক, আসুন আমরা উন্মুক্ত হৃদয়ে বিশ্বের অসংখ্য দেশের নানা প্রকার চমৎকারিত্ব পূর্ণ প্রবাদের নির্যাস থেকে এবং স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিদের আভিজ্ঞতার আলোকে নিজেদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করি।