একদা কুষ্টিয়া জেলার মিলপাড়াতে জন্মগ্রহন করলাে একটি শিশু। গড়াই নদির চড়, মহাশস্মাস, লালনের আখড়া, রবীন্দ্রনাথের বাড়ির উঠান ছিল তার ছেলে বেলার খেলার জায়গা। মােহিনী মিলের ভাপুর শব্দে ভাঙতাে তার ঘুম। বাবার সরকারী চাকরির সুবাদে শৈশব এবং কৈশরে ঘুরে বেড়িয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলে । যৌবনে ঝিনইদহে স্কুল কলেজ (কে সি কলেজ) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন। কম্পিউটার দিয়ে কর্মজীবন শুরু করেন। প্রথমে ঝিনাইদহ, পরে কুষ্টিয়া ও ঢাকাতে। ছােটবেলা অভিনয় করেন নাটক, টেলিফিল্ম, ফিল ও টিভি সিরিয়ালে। আমরা তাকে এখন চিনি - অভিনেতা ও লেখক বাপ্পি আশরাফ নামে।।
লেখকে প্রকাশিত অন্যান্য বই ১. মাস্টারিং মাইক্রোসফট ওয়ার্ড ২. মাস্টারিং মাইক্রোসফট এক্সেল ৩. মাস্টারিং মাইক্রোসফট একসেস ৪, মাস্টারিং মাইক্রোসফট। পাওয়ারপয়েন্ট, ৫, মাস্টারিং মাইক্রোসফট ফ্রন্টপেজ ৬. মাস্টারিং মাইক্রোসফট উইন্ডােজ ৭, এডেবি ফ্ল্যাস সি এস ৬। ৮. এডেবি ফটোশপ সি এস ৬ ৯. এডেবি ইলাস্ট্রেটর সি এস ৬ ১০, এডেবি প্রিমিয়ার সি এস ৬ ১১. মাইক্রোসফট অফিস ট্রেনিং গাইড। ১২.কোরেল ড্র ১৩. কোয়ার্ক এক্সপ্রেস ১৪. কম্পিউটার ইউজার গাইড ১৫, মাইক্রোসফট অফিস ২০১০ ১৬, ম্যাক্রোমিডিয়া ডিরেক্টর। ১৭. মাস্টারিং মাইক্রোসফট ওয়ার্ড ২০১০ ও ২০১৩ ১৮.মাস্টারিং মাইক্রোসফট উইন্ডােজ ৭ এন্ড ৮।