রবীন এস শর্মা, এল.এল.বি, এল.এল.এম.? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনুপ্রেরণাদায়ক, পথ প্রদর্শক আর বিপ্লবী গুরু। তিনি পশ্চিমের নীতিকৌশল এবং প্রাচ্যের অভিজ্ঞতার মধ্যে এমন ভারসাম্য সৃষ্টি করেছেন যাতে তিনি কেবল এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারীই নন, জীবনে চরম অভিজ্ঞতাও অর্জন করতে সক্ষম হয়েছেন। সেই সঙ্গে নিজের শরীর, মন (মস্তিষ্ক) আর আত্মার পরম শান্তি প্রদান করতে সহায়ক হয়েছেন। ১০ বছর আগে রবীন এস শর্মা দিবা এবং সমৃদ্ধ জীবনের সন্ধানে বের হন। সহায় সম্বল ছিল সামান্য কিন্তু শেখার এবং আত্মােত্থানের অভিলাষ ছিল দুরন্ত। দর্শন, পদ্ধতি আর কুশলতার সন্ধানে অনেক যাত্রা করেন, যার ব্যবহার যে কেউ সহজেই করতে পারে এবং মানুষের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উল্লেখযােগ্য উন্নতি হয়। চরিত্র নির্মাণের এবং সফল জীবনের ক্ষেত্রে সম্ভাব্য সমস্ত চিরায়ত সাহিত্য অধ্যায়ন করেছেন তিনি। আর্থিক ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিত্ব, প্রাচ্যের মনীষিরা, সন্তোষজনকভাবে জীবনধারণাকারী লােকজনসহ হাজার হাজার মানুষের জীবন অধ্যায়ন করেছেন এই যােগী পুরুষ। তারপর এই শিক্ষাকে নিজের জীবনে বাস্তবায়নও ঘটিয়েছেন। শর্মা অতি সফল একজন আইনজীবী, অনুপ্রেরণাদায়ক সফল লেখক। তিনি একজন এ্যাথলিট, প্রাচীন মার্শাল আর্ট আই কোয়ান ডাে অনুশীলনকারী, একজন সংগীতজ্ঞ এবং সমর্পিত পারিবারিক ব্যক্তি। রবীন এস শর্মা এনবিসি থেকে নিয়ে সাক্সেস ভিডিয়াের মতাে ন্যাশনাল মিডিয়ার অতিথি ছিলেন। তাঁর রচিত সবচেয়ে উল্লেখযােগ্য বই, ‘দ্য মঙ্ক হু সােল্ড হিজ ফেরারী' লক্ষ কোটি কপি বিক্রি হয়েছে সারা বিশ্বে। তার প্রথম প্রকাশিত বই ‘দ্য মেগা লিভিং' বইটিও তাঁর সেরা বইয়ের মধ্যে অন্যতম। বইটি পাঠ করে আপনার ব্যক্তি জীবন ও জীবনের যথার্থতা খুঁজে পাবেন এবং অনেক উন্নতিসাধন করতে পারবেন।