আধা নেকড়ে আর আধা কুকুর-হোয়াইট ফ্যাঙ, প্রকৃতি আর মানবের হিংস্রতার সাথে ওতপ্রোতভাবে ওয়াকিবহাল। আর্কটিকমেরুর হিমবাতে ক্ষুধার যন্ত্রনায় প্রায় মৃত্যুর মুখে চলে যাওয়া হোয়াট ফ্যাঙকে উদ্ধার করে একজন মানুষ। ওকে ক্রমাগত প্রহার করে এবং পোষ মানানোর চেষ্টা করে, দেয় নিদারুণ যন্ত্রণা; আরেকজন ওকে ঠেলে দেয় লড়াকু কুকুরের সাথে রক্তক্ষয়ী সংঘাতের মতো হিংস্রতার মুখে। আর এ ভাবেই হোয়াইট ফ্যাঙও এগিয়ে চলে জীবনের স্রোতের সাথে তাল মিলিয়ে। এইসব বিচিত্র অভিজ্ঞতা ওকে করে তোলে প্রখর, দুর্ধষ আর লড়াকু। অবশেষে ও একদিন খুঁজে পায় ভালোবাসা, এক নতুন মানুষকে, সেই থেকেই ওর জীবন বদলে যায়।
হোয়াইট ফ্যাঙের মাধ্যমে মানুষের জীবনের চড়াই-উতরাইয়ের গল্প বলেছেন লেখক। কীভাবে একজন মানুষ অন্ধকার জীবন থেকে আলোর দিকে এগিয়ে চলে বিভিন্ন প্রতিকুলতা উপেক্ষা করে।