জেমস প্যাটারসন, এ যাবত তার লেখা শ্রেষ্ঠ এ বইতে এমন একটি আকর্ষণ করা অ্যাডভেঞ্চার থ্রিলার লিখেছেন, যা কোন পাঠক ভুলতে পারবে না। প্যাটারসনে আর কোন উপন্যাসে এ রকমটি হয় নি। বইটি একবার পড়া শুরু করলে শেষ না ওঠা যায় না। হোয়েন দ্য উইন্ড ব্লোজ এ দশকের একটি অন্যতম চমকপ্রদ মৌলিক রহস্যোপন্যাস। এটি পাঠকের মনে শুধু যে শিহরণ জাগাবে তা নয়, এটি পাঠকের কল্পনাশক্তিকে নিয়ে যাবে চরম শিখরে। জেমস প্যাটারসন তার আগেকার শিহরণ জাগানো মেগা বেস্টসেলার ক্যাট এন্ড মাইজ এবং কিস দ্যা গার্লসকে অতিক্রম করে গেছেন। তিনি ক্রাইম স্টোরির অন্যতম ঔপন্যাসিকদের মধ্যে শীর্ষে পৌঁছেছেন। এ উপন্যাসে দেখা যাবে- ফ্রানি ও’নীল একজন সুদর্শনা চৌকশ পশুচিকিৎসক । তার স্বামী সম্পতি খুন হয়েছেন। সে তার ক্লিনিকের কাছের জঙ্গলে একটি অত্যাশ্চর্য আবিষ্কারের মুখোমুখি হন। কিছুকাল পরে কিট হ্যারিসন নামে ব্যতিক্রমী চরিত্রের একজন এফ বি আই এজেন্ট ফ্রানির দোঁড়গোড়ায় এসে উপস্থিত হন। এ ছাড়া আছে এগারো বছর বয়সি ম্যাক্স ফ্রানির অত্যাশ্চর্য আবিষ্কার, রহস্য-রোমাঞ্চ উপন্যাসের এক অন্যতম অবিস্মরণীয় সৃষ্টি গোপন গবেষনাগারে ভ্রুণের জিন পাল্টে দেওয়া জেনেটিকেলি মোডিফায়েড -পাখাওয়ালা এক মানবী।