শন কোর্টনি- চিরসবুজ নাটালের মাটিতে জন্ম নেওয়া এক প্রাণোচ্ছল তরুণ। তার ছেলেমানুষি আবেগ, সুখ দুঃখের সঙ্গী যমজ ভাই গ্যারিক কোর্টনি। বৈশিষ্ট্যের দিক দিয়ে গ্যারিক একেবারে বিপরীত শনের। থিউনিস ক্রালের অধিপতি ওয়েট কোর্টনির পুত্র তারা; কোর্টনি পরিবারের উত্তরসূরী। এদিকে জুলুদের অনাকাঙ্ক্ষিত বিদ্রোহ শুরু হলে ছন্নছাড়া হয়ে যায় লেডিবার্গের সাধারণ মানুষদের জীবন। প্রভাব পড়ে কোর্টনি পরিবারেও। ভালোবাসা হেরে যায় প্রতারণার কাছে আর ভাতৃত্বের বন্ধনে নেমে আসে স্বার্থলোলুপতার কালো ছায়া।
শন নেমে পড়ে নিজের ভাগ্য অন্বেষণে৷ বন্ধু ডাফকে সাথে নিয়ে লগ্নি করে স্বর্ণের ব্যবসায়। কিন্তু বিধিবাম! একসময় সেখানেও নেমে আসে বিপর্যয়।
পরবর্তীতে পরিবারহারা, বন্ধুহারা শন কোর্টনি বুনো আফ্রিকার আনাচে কানাচে ছুটে বেড়ায় নিজের ভাগ্য ফেরানোর অভিপ্রায়ে। ভাগ্যলক্ষ্মীর দেখাও পায় সে। সাথে পায় নতুন ভালোবাসার মানুষ। কিন্তু তার জীবন তো জন্মলগ্ন থেকেই ‘ক্ষণিকের’ সূত্রে বাঁধা। পরিবার, বন্ধুত্ব, বিশ্বস্ত মানুষজনের পাশাপাশি একসময় হারিয়ে ফেলে ভালোবাসার মানুষটিকেও।
উইলবার স্মিথের কোর্টনি সিরিজের প্রথম কিস্তি পাঠককে নিয়ে যাবে আফ্রিকার সেই চিরচেনা সবুজ, যুদ্ধবিগ্রহ এবং রূঢ় বাস্তবতার জগতে, যেখানে প্রতিনিয়ত বদলে যেতে থাকে সার্বিকতা, ভালোবাসা রূপ নেয় ঘৃণায় এবং অহমিকার কাছে পরাজিত হয় সম্পর্কগুলো।