শয়তানের আখড়া:
শান্তিপ্রিয় মানুষ জন ব্র্যাডলি। গোল্ড টাউনে চলেছে প্রেমিকার সঙ্গে দেখা করতে। ঘোড়া কেনা নিয়ে আস্তাবলের মালিকের সঙ্গে বিরোধ হলো ওর। পরিণতি: প্রচণ্ড মার খেল ব্র্যাডলি ভয়াবহ এক অপরাধী সংগঠনের সদস্যের হাতে। রিং নামের সংগঠনের ভয়ে তটস্থ সবাই। ব্র্যাডলি সিদ্ধান্ত নিল রিঙের শেষ দেখে ছাড়বে।
অধিকার: পিতৃসম চাচার আদেশে আঠারো বছর পর নিজের রানশে ফিরছে যুবক পিট মিলার্ড। পথে বিশ্রাম নিতে থামতেই অ্যাম্বুশের শিকার হলো ও।
বেঁচে গেল একটুর জন্য। ওদের বিশাল রানশ ঘিরে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে স্বার্থান্বেষী প্রতিপক্ষ। ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে পারবে পিট? পারবে বাবার রেখে যাওয়া রানশে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে?
উত্তপ্ত কারাগার: ইউমা কারাগার, আস্ত একটা নরক-পালিয়ে বাঁচতে পারেনি যেখান থেকে আজও কেউ। ইউমা মরুভূমি। দুর্গম, বিরান এক অতি তপ্ত উনুন। সেই জেলখানা থেকে পালাল চার কয়েদী। তাদের সঙ্গে জুটে গেল অপূর্ব সুন্দরী লিনিয়া টেইলর। পরস্পরের প্রতি অবিশ্বাস আর প্রতিযোগিতা মধ্য দিয়ে টিকে থাকতে হবে জ্বলন্ত মরুতে। সোনাগুলোর কী হবে? আগে কখনও নিশ্চিত মৃত্যুর আগমনী ধ্বনি এত স্পষ্টভাবে শোনেনি রক বেনন।
কাজী মায়মুর হোসেন
Title :
ওয়েস্টার্ন : শয়তানের আখড়া, অধিকার, উত্তপ্ত কারাগার