ফ্ল্যাপের কিছু কথাঃ লাঠিহুজুর ভূতকে বললো, কিছুক্ষণ আগে তুই বাজপাখি রূপ নিয়ে এসেছিলি এখন আবার অন্যরূপ নিয়ে এসেছিস? : জ্বে হুজুর। : আমার কাছে আসলি না কেন? : ভূতেরা কখনও সরকারি রাস্তায় হাঁটে না। এই জন্য আপনার সামনে আসতে পারিনি। তখন রাস্তার পাশে দাঁড়িয়েছলাম। সরকারি রাস্তায় যে সব মানুষ চলাফেরা করে তাদেরকে ভূতে ধরে না। যদি কখনও রাস্তার ওপাশ থেকে ওপাশ যেতে হয় তাহলে ভূতেরা ঠ্যাংগা দিয়ে যায়। এখন আমরা সরকারি রাস্তার মধ্যে না বিধায় আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি। : কাছে আয়। : আপনার কাছে আসা যাবে না হুজুর। ছয়....