সূচি * রাঙামাটি হ্রদে অর্ধেক বাসনার পূর্ণ হল-এক * রাঙামাটির হ্রদে অর্ধেক বসনা পূর্ণ হল-দুই * চিৎমরম ও বাসনা পূরণের রাত * নাইক্ষ্যংছড়িতে আলেখ্যদর্শন * চাইন্দা রক্ষিতা শিশুসদনে সন্ধে * বৃষ্টি ও স্বপ্নের মাখামাখি রাত * সুপুরি,দারুশিল্প ও ক্যাং এর শহর * পাহাড় হ্রদ অরণ্য ও নোয়া আদাম এক * পাহাড় হ্রদ অরণ্য ও নোয়া আদাম দুই * পাহাড় হ্রদ অরণ্য ও নোয়া আদাম তিন * পাহাড় হ্রদ অরণ্য ও নোয়া আদাম চার * বর্ষায় শুভলংয়ের ঝরণাধারার সৌন্দর্য * বারো রকম বিনি ধান * বিঝু ও চাকমা গানের * ছায়াপথের হাতছানি * রাঙামাটি থেকে শুভলং * বরকল ও কুকি-সেন্দুজ বিদ্রোহ * অজানা কুকিছড়ার পথে * রাত্রির শব্দ ও সৌরবিদ্যুৎ * কুকিছড়া ও বনের মিতালী * ইঁদুরের একতরফা আক্রমণ * সূর্য উৎস * পার্বত্য চট্রগ্রামের বিঝু, গান-কবিতা ও উৎসব * কাচলং ও মাচলংয়ের পথে পথে * সাদামনের মানুষের খোঁজে * জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বাস্তুরা * গোলাছড়ি সুবর্ণ বিহার * ক্ষমতায় গেলে ব্রিটিশ বাঙালি এক * কাচলং-এর সংরক্ষিত অরণ্য কোথায় গেল * চাকমা-মারমাদের নিজস্ব খাবার * ভূস্বর্গে বিঝু উৎসব * মাতৃভাষা চর্চার অধিকার জন্মগত * যাযাবর পাখিরা এখন আর আসে না * বরকলে নিবিড় অরণ্য নেই * বাঁধ দিলে নদী হয়ে যায় অভিমানী * জুমের সুনিবিড় সঙ্গমে * জুম থেকে ফেরা
বিপ্রদাশ বড়ুয়া
বিপ্রদাশ বড়ুয়া, জন্ম ২ আশ্বিন ১৮৬২ শকাব্দ (২০ সেপ্টেম্বর ১৯৪০) চট্টগ্রামের ইছামতী গ্রামে। পড়াশুনা চট্টগ্রাম, রাঙামাটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গল্প, উপন্যাস, প্রকৃতি ও বিচিত্র বিষয়ে লেখেন। পাখি, সমুদ্র ও বৃক্ষ, বনমর্মরভূমি, ভ্রমণ, গবেষণা-বিশাল লেখার ভুবন। বাংলাদেশের আনাচ-কানাচ উঠে আসে দৈনিক পত্রিকার কলামে। রাতের রেলগাড়িতে ছায়াপথে ভ্রমণ এই বিষয়ে প্রথম পদক্ষেপ বিশ্বব্রহ্মাণ্ডের বিশাল রাজ্যে প্রবেশের ছোট্ট জানালা। সেই থেকে শুরু। তার ফসল দৈনিক পত্রিকার সহজ-সরল লেখাগুলো। প্রকৃতির বিচিত্র বিষয় নিয়ে এক ডজনের বেশি বই প্রকাশিত হয়েছে। গাছপালা, তরুলতা ও বৃক্ষ ও নিসর্গ, নিসর্গের খোঁজে, প্রকৃতিও প্রতিশোধপরায়ণ, বিপন্ন বাংলাদেশ ও বন্ধু বৃক্ষ প্রভৃতি গ্রন্থে তাঁর মনোভঙ্গি ধরা পড়ে। এসব লেখায় ছড়িয়ে আছে আকাশ ও নক্ষত্রপ্রীতি। ১৯৯১-তে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৪১১ সনে বাংলাদেশ শিশু একাডেমী সাহিত্য পুরস্কার লাভ। তাঁর তিনটি বই অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার লাভ করে। পেয়েছেন রেডি টুডে প্রবর্তিত প্রথম গ্রিন এওয়ার্ড ২০১০।