কিছু প্রশ্নের মূলে থাকে জানার আগ্রহ । অজানাকে জানার এ বাসনা নন্দিত । আর কিছু প্রশ্নের সাথে ছুটে আসে বিদ্বেষ ও কটাক্ষের তির । এটা সবখানে সবসময় নিন্দিত । মুশকিল হচ্ছে, এখন নেতিবাচকতা ছড়ানো হচ্ছে ইতিবাচক শিরোনামে। এই যেমন ইসলামবিদ্বেষের নাম দেওয়া হয়েছে মুক্তচিন্তা । এর দোহাই দিয়ে যেসব প্রশ্ন করা হয়, তার অন্যতম উদ্দেশ্য মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা ।
ইসলাম যেখানে এক পরিপূর্ণ জীবনব্যবস্থা দিয়েছে, মৌলিক-অমৌলিক প্রতিটি বিষয়ে প্রদান করেছে সুন্দর ও সঠিক সমাধান; সেসব বিষয়ের ওপর প্রশ্ন বা আপত্তি তোলা কিংবা সন্দেহ-সংশয় প্রকাশ করা নির্জলা মিথ্যাচার এবং বাতুলতা ছাড়া আর কিছুই নয় । ইসলাম সম্পর্কে মুক্তমনাদের তেমনই কিছু প্রশ্নের বাস্তবসম্মত ও প্রমাণসিদ্ধ জবাব দিয়ে সাজানো হয়েছে এই বই—ভ্রান্তির সমাধি ।
মুহাম্মাদ মুশফিকুর রহমান মিনার
মুহাম্মাদ মুশফিকুর রহমান মিনার।জন্ম ১৯৯০ সালে, ঢাকায়। পিতা মাে. মিজানুর রহমান। মাতা মাকসুদা আক্তার। পৈতৃক নিবাস ঝালকাঠি জেলায়। পড়াশুনা করেছেন ঐতিহ্যবাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও ঢাকা কলেজ থেকে। এরপর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (KUET) ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ECE) বিভাগে। অনলাইনে ইসলাম নিয়ে লেখালেখি করেন তিনি। ইসলামের বিরুদ্ধে খ্রিষ্টান মিশনারি ও নাস্তিক অ্যাক্টিভিস্টদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব ও তাদের মতবাদের অসারতা তুলে ধরবার চেষ্টা করেন। ভবিষ্যতে দাওয়াহ নিয়ে। বৃহত্তর পরিসরে কাজ করবার ইচ্ছা রাখেন। তিনি। তার প্রকাশিত একক বই ‘অন্ধকার থেকে আলােতে। সহলেখক হিসেবে কাজ করেছেন ‘সত্যকথন ও প্রত্যাবর্তন বই দুটোতে।