নামটির মধ্যে দিয়েই গা ছমছমে কিছু কাহিনির রসদ নির্মিত হতে দেখতে পাওয়া যাচ্ছে। অন্ধকারের মিশেল সাজিয়ে এগিয়ে আসছে ভৌতিক অলৌকিক কিছু কাহিনি, যার সঙ্গে বাস্তবের মিল না থাকলেও অবাস্তবতার মধ্যেও বাস্তবতার এক নব প্রসঙ্গের উন্মেষ ঠিকই পাওয়া যাবে। সেই ভয়ঙ্কর রাতে থাকবে এমনই কিছু গা ছমছমে কাহিনির সম্ভার, যা আপনার শিরা বেয়ে হিমেল রক্তের স্রোত বইয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট।
এই কাহিনিগুলোর রসদের খোঁজ করতে গিয়ে লেখিকা পাড়ি দিয়েছেন অনেক অজানা ভাবপ্রদেশে। এই ভাবপ্রদেশের হদিস মিলেছে প্রতিটি অনাবৃত কাহিনির মধ্যে দিয়ে। নতুন রূপে জানার ও চেনার পরিসরটিকে প্রস্তুত করেছে এই বইটি। যেখানে রাতের মায়াজালের মধ্যে আবর্তিত হতে দেখা যাবে একাধিক অধরা ও ভয়ঙ্কর ইতিহাসকে, যেটি আমাদের ভৌতিক ও অলৌকিক বিষয়গুলোকে নতুন করে জানতে ও চিন্তে সাহায্য করবে।
চলুন তাহলে পৌঁছে যাই- সেই সকল কাহিনির উদ্দেশ্য অন্বেষণে আর খুঁজে বার করে ফেলি তার অন্দরে লুক্কায়িত থাকা সেই ভয়ের ভয়ঙ্করতাকে!