অন্তহীন ভয়ের উৎস কোথায় মানুষ জানে না, অজান্তেই সে তার জীনে বহন করে চলেছে আদিমতম এই অনুভূতি। যুক্তিবাদিরা মুখে যতই কথা বলুক না কেন, অন্তরের অন্তস্থলে সেও জানে অতিপ্রাকৃত সব ইশারার কথা। শখের গোয়েন্দা কৌশিক সেরকম একটি অলোউকিক ঘটনা শুনে তদন্তে নেমে টের পেতে থাকে তার জ্ঞানের বাইরের এক শক্তির কথা, যে একই সাথে বাস্তব ও অবাস্তব রুপে আমাদের চারপাশেই আছে, সমাধানে নেমে নিজেই কী জড়িয়ে পড়তে যাচ্ছেন কৌশিক ? এদিকে একের পর এক নিখোঁজ হয়ে যাওয়া সবাই কি সত্যি চলে গেলেন অন্য কোন মাত্রায়? গা শিউরান অনুভূতির জন্ম দেয়া গল্পে আহসান হাবীব চিত্রিত করেছেন এক দারুণ হরর গল্পের।