ভৌতিক উপন্যাসঃ মৃত্যুপ্রাসাদ
বইঃভৌতিক উপন্যাস আশিক অবাক হয়ে তাকিয়ে আছে নিশিনির দিকে। নিশিনি সুন্দর, অপূর্ব সুন্দর। লাল শাড়ীতে যেন তাকে আরো বেশি সুন্দর লাগছে। অথচ এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে চরম পৈশাচিকতা। কে বলবে নিশিনির মতো সুন্দরী নারী মানুষের রক্তপানে অভ্যস্ত। আজ নিশিনি জোর করে তার রক্ত পান করবে। কিন্তু আশিক চাচ্ছে না নিশিনি তার রক্তপান করুক। তাই মৃত্যুপ্রাসাদ থেকে পালানোর সিদ্ধান্ত নিল সে। কিন্তু পারল না। নিশিনি আর তার দুই নারী সঙ্গীর হাতে বন্দি হলো সে। এখন সে অসহায়! বড় অসহায়! শত বছরের পুরাতন মৃত্যুপ্রাসাদে হয়তো কেউ আসবে না তাকে উদ্ধার করতে। সেক্ষেত্রে তার একমাত্র পরিণতি মৃত্যু। কিন্তু মারা যেতে চায় না সে। বাঁচতে চায়। বাঁচতে চায় তার স্ত্রী মুনমুনের জন্য, যাকে ভালোবেসে বিয়ে করেছিল। সেই মুনমুন তাকে উদ্ধার করতে প্রবেশ করেছে মৃত্যুপ্রাসাদে। নিশিনির ফাঁদে পা দিয়েছে সে। তার নিজেকে বাঁচাতে হলে রক্তপান করতে হবে নিজ স্ত্রী মুনমুনের। এরকমই ভয়ংকর শর্ত দিয়েছে নিশিনি, যা পালন করা আশিকের পক্ষে অসম্ভব। শেষ পর্যন্ত কী বাঁচতে পেরেছিল আশিক আর মুনমুুন? আর কী ঘটেছিল রক্তপিপাসু নিশিনির ভাগ্যে?