বিন্তী আপা ছােটবেলা থেকেই ছড়া কবিতা লিখছেন। ভালাে আবৃত্তিও করেন। তাঁর লেখায় সরলতা ও সজীবতা পাঠকদের আকৃষ্ট করে। শিশু-কিশাের, দেশপ্রেম, বাংলার প্রকৃতি, বাংলার মনীষা- তার কিশাের কবিতার প্রধান বৈশিষ্ট্য। ছন্দ ও মিলে খুব স্বচ্ছন্দ। বিন্তী আপা ব্যক্তি জীবনেও খুব আন্তরিক। হৃর্দিক ব্যবহার। বিনয়ী এবং সরল হৃদয়ের অধিকারী তিনি। বিন্তী আপার লেখার মধ্যেও সেই ছায়া পাওয়া যায়।