সাদত আল মাহমুদ। জন্ম পহেলা নভেম্বর ১৯৭৬ সালে টাংগাইল জেলায়। চিতার আগুনে উপন্যাসটি তার প্রকাশিত প্রথম গ্রন্থ। দীর্ঘ দিন নাটক লেখালেখির সাথে জড়িত থাকার কারণে উপন্যাস তেমন একটা লেখা হয়ে ওঠেনি। নিয়মিত উপন্যাস লেখা তার অদম্য ইচ্ছা। উপন্যাসের পাশাপাশি ছোটগল্প, রম্যরচনা, প্রবন্ধ ও ভৌতিক গল্প লিখেন। প্রিয় পাঠক উপন্যাসটি যতœ সহকারে পড়লে আশাকরি ভালো লাগবে। পাঠকের ভালোলাগা ও ভালোবাসাতেই লেখার সার্থকতা।