ভূমিকা মানব সমাজ আজ যে পর্যায়ে উন্নীত হয়েছে সেখানে পৌঁছাতে প্রারম্ভিক সময় থেকে আজ পর্যন্ত বড় বড় সংঘর্ষের ভিতর দিয়ে তাকে আসতে হয়েছে। আমার লেখা ‘মানব সমাজ’ গ্রন্থে মানব-সমাজ প্রগতি সংক্রান্ত বিশ্লেষণাত্নক সিদ্ধান্ত লিপিবদ্দ করেছি। বিষয়টি সহজভাবেও লেখা যায় যাতে প্রগতির ধারা অনায়াসেই বুঝে নেওয়া সম্ভব। সেই কারনেই ‘ভোলগা থেকে গঙ্গা’ রচনায় প্রবৃ্ত্ত হয়েছি । ভারতীয় পাঠকদের সুবিধান জন্য আলোচ্য গ্রন্থে ইন্দো-ইউরোপীয় জাতিগোষ্ঠিকে বেছে নিয়েছি। মিশরীয় ,সিরিয়ানী বা সিন্ধুজাতি বিকাশ লেখক-পাঠক উভয়েরই বিস্তর ঝামেলা। প্রত্যেক যুগের একটি করে প্রামাণিক দলিল বিচণে প্রয়াসী হয়েছি। তবে প্রাথমিক প্রচেষ্টায় ত্রুটি-বিচ্যুতি থেকে যাওয়া স্বাভাবিক। যদি আমার প্রয়াস আগামী দিনের লেখকের ত্রুটিহীন রচনার সহায়ক হয়ে তবে নিজেকে সার্থক মনে করব। রাহুল সাংকৃত্যায়ন সেন্ট্রাল জেল,হাজীরাবাগ