হারানো শুশুক
পোষা দুটো শুশুক হারিয়ে ভীষণ মনোকষ্টে আছেন অয়ন-জিমির প্রিয় শিক্ষিকা মিসেস কারস্টেন। হাত-পা গুটিয়ে বসে থাকতে পারল না ওরা, নেমে পড়ল শুশুক উদ্ধার অভিযানে। কিন্তু তলে তলে যে এত কান্ড, কে জানত! হারানো দুই শুশুক ওদেরকে টেনে নিয়ে গেল আমেরিকার সমুদ্রসীমার বাইরে, যেখানে অপেক্ষা করছে একটা বিদেশি জাহাজ, আর তাতে ক্রুর ছদ্মবেশে লুকিয়ে আছে একদল ভয়ঙ্কর লোক। না বুঝে সিংহের খাঁচায় পা দিল ওরা। অয়ন পড়ল হাঙরের মুখে।
মাঞ্চুরিয়ান মুখোশ
কিউরিও শপ থেকে পুরনো মুখোশটা কিনেই বিপদে পড়ে গেল রিয়া। কারা যেন পিছু নিয়েছে ওর। মুখোশটা কবজা করতে চায়, যে-কোনও মূল্যে। কেন? শয়তান যেইন তাওকে পুনরুজ্জীবিত করতে? জটিল এক রহস্যে জড়িয়ে গেল অয়ন-জিমি।
কিংবদন্তী
তাজ্জব সব কা- ঘটছে স্কি-ক্যাম্পে। চুরির উৎপাত আর রহস্যময় এক তরুণেরপাশাপাশি পরিস্থিতি ঘোলাটে করে তুলল কিংবদন্তীর ভয়াল দানব সাসকোয়াচ। ছুটি কাটাতে এসে এ কীসের মধ্যে পড়ল অয়ন আর জিমি?
ইসমাইল আরমান
কিশাের থ্রিলার অয়ন-জিমি। বানরের হাত ইসমাইল আরমান ছােট্ট একটা বানরের হাত-চিমসে এইটুকুন হয়ে গেছে। অনেক পুরনাে। আর সেটার মালিকানা নিয়েই বাধল গােল। এক দিকে কোরাব নামের অদ্ভুত সাজসজ্জার এক লােক, আরেক দিকে যাযাবর একদল জিপসি। ব্যাপার কী? ওটার জন্য সবাই পাগল হয়ে উঠেছে কেন? তদন্তে নামতে হলাে অয়ন, জিমি আর রিয়াকে। প্রাচীন এক স্কেচবুক, ব্রোঞ্জের মূর্তি, আর দুর্বোধ্য ধাঁধা... সব কিছু মিলিয়ে মাথা খারাপ হবার দশা ওদের। আড়াল থেকে কলকাঠি নাড়ছে কেউ। কে সে?
Title :
ভলিউম ৪ : হারানো শুশুক + মাঞ্চুরিয়ান মুখোশ + কিংবদন্তী (পেপারব্যাক)