লেখক জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের সাংবাদিক৷ ভ্রমণ তার নেশা৷ ঘুরে বেড়িয়েছেন আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ৷ এই বইয়ে থাকছে জার্মানিতে তার প্রাত্যহিক ও কর্মজীবনের পাশাপাশি ইউরোপ ভ্রমণের কথা৷ এখানে নিজের পছন্দের কয়েকটি শহর ভ্রমণের বর্ণনা লিখেছেন লেখক৷ পাশাপাশি ভ্রমণপিপাসুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন৷ বইটি ভ্রমণপ্রিয় যেকোনো মানুষকে আনন্দ দেবে, ভ্রমণে উৎসাহিত করবে৷
অমৃতা পারভেজ
অমৃতা পারভেজের জন্ম ১৪ ফেব্রুয়ারি ১৯৮১ সালে, দিনাজপুর শহরে। শৈশব কেটেছে সেখানেই। উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতকোত্তর। পড়ালেখার পাশাপাশি সাংবাদিকতায় হাতেখড়ি ২০০৬ সালে বাংলাভিশনে। এরপর ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত মাছরাঙা টেলিভিশনে সংবাদ উপস্থাপক, ক্রীড়া উপস্থাপক এবং সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে জার্মানির সংবাদ মাধ্যম ডয়চে ভেলেতে সম্পাদক এবং উপস্থাপক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি সেখানেই কর্মরত। কয়েক বছর ধরেই লেখালেখির সঙ্গে যুক্ত। দেশের শীর্ষস্থানীয় একটি অনলাইন পত্রিকায় তার ইউরোপে ভ্রমণ বিষয়ক ধারাবাহিক লেখা প্রকাশিত হয়েছে।