২০২০, ভাইরাসের বছর । নতুন করোনাভাইরাস । SARS-CoV-2 ভাইরাসের । আর এই ভাইরাসের কারণে বিশ্বজুড়ে COVID-19 প্যান্ডেমিক । একশো বছর আগে পৃথিবী দেখেছিলো এমন আরেকটি প্যান্ডেমিক - স্প্যানিশ ফ্লু । সেটিও ছিল ভাইরাসের একটি তাণ্ডবলীলা ।
ভাইরাস বদলে দিয়েছে আমাদের চেনা পৃথিবী, জীবন, অর্থনীতি, স্বাস্থ্য এবং শরীর । দু'হাজার বিশে পরিচিত পৃথিবীর বদলে যাওয়ার শুরু হলেও এ পরিবর্তন নিত্য চলছে আরও আগে থেকেই । এমন চলবে এবং সামনে আরও আসবে জীবাণুর সাথে মানুষের যুদ্ধ, প্রকৃতির সাথে শরীরের সংগ্রাম । ভাইরাসের সাথে মানুষের এমন লড়াইয়ে ভাইরাস নিয়ে জানা তাই জরুরি । সাথে আছে স্বাস্থ্য এবং শরীর নিয়ে হাজারো দরকারি খুঁটিনাটি ।
ডা. অপূর্ব চৌধুরী তার চিকিৎসক জ্ঞান, বিজ্ঞানী সত্তা এবং দার্শনিক-সাহিত্যিক সাবলীল লেখার সমন্বয়ে ভাইরাস এবং করোনাভাইরাসের বিভিন্ন বিষয় তুলে এনেছেন বইটিতে ।
ত্রিশটি প্রবন্ধের সমন্বয়ে, চারটি পরিচ্ছেদে বিভক্ত করে ভাইরাস, করোনাভাইরাস, শরীর এবং বিবিধে তুলে এনেছেন ভাইরাসের জন্ম-কথা থেকে, প্রাত্যহিক জীবনের সাথে সংশ্লিষ্ট মোবাইল ফোনের কথা, শরীরে বাসা বাঁধা বিভিন্ন রোগে মৃত্যুর পরিসংখ্যান থেকে বাদুড়ের শতেক ভাইরাস বহনের কথা, ভালো ঘুমের রহস্য থেকে ভিটামিনের গল্প, ওষুধ বিজ্ঞানের জটিল ব্যাখ্যাগুলো সহজ করে বলার সাথে সাথে শরীর এবং স্বাস্থ্য নিয়ে চিকিৎসা বিজ্ঞানের জটিল ব্যাখ্যাকে করা হয়েছে সাধারণের বোধগম্য ।
অপূর্ব চৌধুরী
অপূর্ব চৌধুরী। চিকিৎসক, কথাসাহিত্যিক ও বিজ্ঞান লেখক। জন্ম, বেড়ে ওঠা এবং ছাত্রজীবন বাংলাদেশে। উচ্চতর পড়াশোনা ইংল্যান্ডে। বর্তমানে বসবাস লন্ডনে। পেশায় চিকিৎসক এবং বিজ্ঞানী, বোধের চর্চায় লেখক। ভালোবাসেন মিনিমালিজম। দর্শন, মনস্তত্ত্ব , ইতিহাস, বিজ্ঞান এবং সাহিত্য প্রিয় বিষয়। ভালো লাগে ভ্রমণ এবং ক্যাম্পিং। সাঁতার, লন টেনিস প্রিয় স্পোর্টস। শখের ছবি তোলেন। পাখি, ফুল এবং প্রকৃতি পছন্দ করেন। অবসরের আনন্দ হাইকিং, ট্র্যাকিং, মাউন্টেনিয়ারিং। বাংলা এবং ইংরেজিতে পত্রিকা ও জার্নালে নিয়মিত লিখেন। এ যাবত ৯ টি গ্রন্থের প্রকাশ। উল্লেখযোগ্য বই- অনুকথা সিরিজ, জীবন গদ্য, খেয়ালি প্রহর, বৃত্ত, ভাইরাস ও শরীর এবং রোগ ও আরোগ্য ।