চৌদ্দটি বিদেশী চলচ্চিত্রের কাহিনী নিয়ে বইটি রচিত। অধিকাংশ চলচ্চিত্রই পুরস্কারপ্রাপ্ত। বিশ্ববিখ্যাত দ্য ভিঞ্চি কোড, ইউনাইটেড নাইনটি থ্রি, হোমলেস টু হার্ভার্ড, পরিণীতা, ওমকার, সেপ্টেম্বর টেপস, বাস্ ইত্যাদি ছবিগুলোর কাহিনী উপভোগ্য আকারে সুলিখিত। বইটি চলচ্চিত্রজ্ঞানে ব্যাপক উদ্বুদ্ধ করে।