হাওরের মানুষের জীবনযাপন ও সংস্কৃতি অন্যান্যদের থেকে অনেকটা আলাদা। সেই জীবন কখনো রঙিন আবার কখনো দুঃখেরও। নব্বইয়ের দশকে আগত কথাশিল্পীদের মধ্যে অন্যতম আকমল হোসেন নিপু এবার হাওরের মানুষদের নিয়ে একটা চমৎকার কাজ করেছেন। আর তা যে বাংলা কথাসাহিত্যে একটা স্থান করে নেবে তা ভাবাই যায় না। কারণ নিপু নিজেই হাওর অঞ্চলের মানুষ। হাওর দেখেছেন চোখ দিয়েই নয়, হৃদয় দিয়েও।