একজন ছাত্র যখন কলেজ জীবন শেষ করে উচ্চশিক্ষার জন্য ভার্সিটিতে ভর্তি হয় বা আমাদের দেশের কথা বললে সুযোগ পায়, তখন প্রথম কয়েকবছর সে শুধু স্বপ্নের মাঝে কাটিয়ে দেয়। নতুন বন্ধুদের সাথে আড্ডা, ছাত্ররাজনীতিতে প্রবেশ, বিপরীত লিঙ্গের প্রতি তীব্র আকর্ষণ এভাবে সময় চলে যায়। সময় শুধু চলে যায় না, জীবনের মূল্যবান এবং সবচেয়ে মূল্যবান সময়টুকু যাচ্ছেতাই করে শেষ হয়ে যায়।
অথচো সঠিক গাইডলাইন পেলে প্রতিটি উচ্চশিক্ষার্থী হতে পারে দেশের জন্য খনিজ সম্পদের চেয়ে শক্তিশালী। ভার্সিটিতে কিকি করতে হবে, কি কি করলে ভালো ক্যারিয়ার দাঁড় করানো যাবে, স্কিল বাড়ানো যাবে, নিজেকে অন্যদের চেয়ে কোয়ালিটিফুল স্টুডেন্ট হিসেবে তৈরী করা যাবে এসব আছে এই বইতে।
ভার্সিটি লাইফ বইটি আর কিছুই নয়, বিশ্ববিদ্যালয় বা কলেজ পড়ুয়া একজন শিক্ষার্থীর জন্য একজন মেন্টর বা একজন আদর্শবান বড়ভাই।