একটি দেশ হলেও ভারতে রয়েছে সংস্কৃতিবৈচিত্র্য। আর এ কারণেই জীবনের বাঁকে বাঁকে বিস্ময়ত্ত বহুবিধ। আর সেই বহুবিধ বৈচিত্র্যকে ভারতীয় নারী-লেখকরা কি ছকে এঁকেছেন! তাদের মনে কিভাবে ধরা দিয়েছে প্রেম-ভালোবাসা, দুঃখবেদনা, রোমান্টিকতা, মানবিকতার উপাখ্যান তারই রেখাপাত ঘটেছে কমলা দাস, কিরণ দেশাই, ঝুম্পা লাহিড়ীদের মতে প্রতিভাময়ী লেখকদের গল্পে।