

ভালবাসতে শিখুন (হার্ডকভার)
বই: ভালোবাসতে শিখুন প্রথমে সালেহ আল মুনাজ্জিদের আরবী বই "আল-মুহাব্বাত" অংশটুকুর অনুবাদ ৷ তারপরে সালিহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহুর "আল-ইশক" অংশটুকুর অনুবাদ আনা হয়েছে৷ এরপরে ইবনু তাইমিয়াহ রাহিমাহুল্লাহ—র "কায়িদাতুন ফিল মাহাব্বাত" অংশটুকুর অনুবাদ৷ শুরুর অংশে ভালোবাসারা সংজ্ঞা৷ তারপর ভালোবাসা কত প্রকার৷ এরপরে লেখক মহান আল্লাহকে ভালোবাসার কিছু দলীল এনেছেন৷ আল্লাহকে ভালবাসতে হলে কী করতে হবে, তা খুব সুন্দর করে উপস্থাপন করেছেন৷ যেমন 26 নং পৃষ্টাতে উল্লেখ আছে— 'যদি তুমি তোমার হৃদয়ে রবের প্রতি ভালোবাসা মাপতে চাও, তাহলে দেখো তোমার হৃদয়ে কুরআনের প্রতি কী পরিমাণ ভালোবাসা বদ্ধমূল আছে৷ এটাতো একটা জানা বিষয় যে, কেউ কাউকে ভালোবাসলে বা মন দিলে তার কথা তার কাছে খুব প্রিয় হবে৷ ভালোবাসার মানুষের কথাই তার হৃদয়ের খোরাক ও আত্নদহন হবে৷ সুতরাং আল্লাহ প্রেমিকরা রবের কিতাবের প্রতি আসক্ত হয়ে প্রভুর প্রেমকে বুকে ধারন করবে৷ সুফিয়ান ইবনু উইয়ানাহ রাহিমাহুল্লাহু বলেন— 'যে কুরআনকে ভালোবাসবে, সে তো আল্লাহকেই ভালোবাসবে৷' সত্যিই— দুনিয়ার সবার ভালোবাসা আপনাকে ভুল বুঝতে পারে, আপনাকে ছেড়ে চলে যেতে পারে, সবাই আপনাকে দুঃখ দিতে পারে, সবার ভালোবাসাই আপনার সাথে প্রতারণা করতে পারে। দুনিয়ার কেউই আপনাকে আপনার মত করে না বুঝতে পারে! কিন্তু আমি আজ আপনাকে এমন একজনের কথা বলব- যিনি আপনাকে কখনোই ভুল বুঝবে না, আপনাকে ছেড়ে কখনোই চলে যাবেন না। যিনি আপনাকে কখনোই ঠকাবেন না,যিনি আপনাকে কখনো ভুলে যাবেন না। তিনি আমার আপনার রব 'আল্লাহ'।
SIMILAR BOOKS
