ভালোবাসার সংজ্ঞা আমার অজানা, ভালোবাসার ব্যাকরণটাও আমি বুঝি না, তবে এটুকু উপলব্ধি করেছি ভালোবাসার রূপান্তর হয় স্বতঃস্ফূর্তভাবে প্রকৃতির নিজস্ব ছন্দে । যেমন জলধির জল রৌদ্রের উষ্ণ আলিঙ্গনে বাষ্পীভূত হয় সেই জলধির বুকেই । ভালোবাসাও চিরকাল আপন গতিপথে প্রবাহিত হয় সপ্রাণ স্রোত হয়ে, সে স্রোত অভিমান থেকে অনুরাগে, বিরহ থেকে মিলনে, ভালোবাসার স্রোত রূপান্তরিত হয়ে পূর্ণতা পায় ভালোবাসার স্রোতস্বিনীতে । তেমনি সাতজন কবিয়াল তাদের ভালোবাসার রূপান্তরের চেষ্টা করেছেন তাদের ভালোবাসার পরশ মেশানো আবেগের কাব্যে, চেষ্টা করেছেন পাঠকের হৃদয়ে ভালোবাসার রূপান্তর ঘটাতে ।