ভালোবাসা মানুষ হয়তো লোভী হয়ে যায়, নয়তো ভালোবাসায় মানুষ অন্ধ হয়ে যায়। ভালোবাসা মানুষকে এই প্রজন্মে আসলেই কি খুঁজে পেয়েছে নাকি ভালোবাসার মহিমা আর বিশালতাকে মানুষ দেখতে পারেনি এখনো? ভালোবাসার প্রতি অনেকেই দুর্বল, আবার অনেকেই নিজের ভুলের কারণে ভালোবাসাকে সহ্য করতে পারে না। কোটি কোটি মানুষের কাছে ভালোবাসা পৌঁছালেও সবাই কিন্তু ভালোবাসাকে রক্ষা করতে পারেনি। এই বইতে ভালোবাসার সংজ্ঞা বা প্রকারভেদ কিছুই নেই। কিন্তু ভালোবাসার বাস্তবতার বিবরণ আছে। ভালোবাসার প্রতি যারা উদাসীন বা বিড়ম্বনায় আছে, তাদের জন্য একটু হলেও এই বইটি কাজে আসবে। কারণ না বুঝে মন খারাপ করে থাকার চেয়ে বুঝে মন খারাপ করা শ্রেয়। ভালোবাসা আমাদের জগৎ থেকে সম্পূর্ণরূপে বিলীন হয়ে যাওয়ার আগে একবার হলেও যেন ভালোবাসাকে বুঝতে পারা যায়, সেই উদ্দেশ্যেই এই বইটি লেখা।