'“ভালো লাগা কৌতুকগুলো" বইটির ফ্ল্যাপ এর লেখাঃআবদুল্লাহ আবু সায়ীদ বলেন, আনিসুল হকের স্বাভাবিক সৃষ্টির নাম তার রম্যরচনা। আনিসুল হকের গদ্যকার্টুনগুলাে তাকে প্রথম মানুষের কাছে প্রিয় ও পরিচিত করেছিল। এই বইয়ে থাকল সমসাময়িক গদ্যকার্টুনগুলাে। এগুলাে একই সঙ্গে পাঠককে হাসাবে, কাদাবে, ভাবাবে। এই বই পাঠককে একটুখানি আনন্দ দেবে, খানিকটা উজ্জীবিতও করবে। কৌতুকের ছলে বলা এই লেখাগুলাে সমাজের অসঙ্গতির বিরুদ্ধে মানুষের সচেতনতাও বাড়াবে।'
আনিসুল হক
আনিসুল হক ৪ মার্চ ১৯৬৫ সালে রংপুরের নীলফামারীতে জন্মগ্রহণ করেন। তিনি রংপুর পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, রংপুর জিলা স্কুল, রংপুর কারমাইকেল কলেজ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ছাত্রাবস্থা থেকেই সাহিত্য ও সাংবাদিকতার প্রতি তাঁর আগ্রহ ছিল, এবং তিনি বিসিএস পরীক্ষা দিয়ে প্রকৌশলী হিসেবে সরকারি চাকরিতে যোগ দিলেও ১৫ দিনের মধ্যে সাংবাদিকতায় ফিরে আসেন। বর্তমানে তিনি একটি প্রথম শ্রেণির জাতীয় দৈনিকে সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত। সাহিত্যে তাঁর অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, সিটি আনন্দ-আলো পুরস্কার, খালেকদাদ চৌধুরী পদক, সুকান্ত পদক, এবং ইউরো সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা লাভ করেছেন।