বইটিকে ছোট্ট একটি উঠোন হিসেবে ধরা যেতে পারে। উঠোনটিতে নামলে কিছু গল্প আপনার চারপাশে এসে ধরা দেবে।
গল্পগুলোকে যদি ছোট ছোট রঙিন কিছু প্রজাপতি হিসেবে ধরে নিই, তাহলে এর নানারঙা ডানাগুলো আপনাকে রাঙাতে সাহায্য করবে। অথবা জীবনের নানা অধ্যায় নিয়ে আপনাকে ভাবতে বসাবে।
বইটি যদি আপনাকে রাঙায় অথবা ভাবায়, তাহলেই আমাদের স্বার্থকতা।