ইউটার্ন
ইউটার্ন বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই। নাস্তিকতার উপর লেখা এ বইটি লেখক তার লেখনীর মাধ্যমে খুবই সাবলীলভাবে তুলে ধরেছেন। নিদ্রা এবং গাফেলতির কারণে তো আজ ধংসে নিয়ে গিয়েছে আমাদেরকে। বইটি আমার ভাল লেগেছে
বই: "ইউটার্ন" নিদ্রা বিভোর শিশুতোষ হৃদয়ে জাগরণের পরশ বুলিয়ে যে আহ্বান-সে তো 'ইউটার্ন" নাস্তিকতা, সুশীল বিড়ম্বনা, নষ্ট চেতনা,গাফিলতি, অনূভুতি হীনতা, কপটতা, কাপুরুষতা,জীর্ণ ইমান ও শীর্ণ আমলের বলয় থেকে ব্যক্তি ও সমাজকে টার্ন করিয়ে নতুন করে ঈমান ও মানুষ্যত্বের চেতনায় উজ্জীবিত করার প্রত্যয় নিয়ে আবেগ, অনুভূতি, বাস্তবতা ও ইসলামী মূল্যবোধের আলোকে সাহিত্যের মোড়কে কিছু হৃদয়গ্রাহী বর্ণীল গল্পে সেজেছে বক্ষমান বইটি।