জন্ম ১৯৪৭ সালের ১৪ই এপ্রিল, টাঙ্গাইলের মিরের বেতকা গ্রামের মাতুলালয়ে। তাঁর পিত্রালয় ওই একই জেলার দেলদুয়ারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাংলা ভাষা ও সাহিত্যে অনার্স ও এমএ পাস করেছেন যথাক্রমে ১৯৬৯ ও ১৯৭০ সালে। শিক্ষাজীবন শেষে অধ্যাপনা করেছেন করটিয়া’র সা’দত কলেজে, পরে সহকারী সম্পাদক ছিলেন সাপ্তাহিক বিচিত্রা ও দৈনিক সংবাদ-এর। বার্তা সম্পাদক ছিলেন দৈনিক দিনকালের। ১৯৭৮-৮০ সালে ছিলেন গণচীনের রেডিও পিকিং-এর ভাষা-বিশেষজ্ঞ। ১৯৯৫-২০০৪ সালে ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পরিচালক। বর্তমানে দৈনিক মানবজমিন-এর যুগ্ম সম্পাদক। সাযযাদ কাদির নেশায় কবি, পেশায় সাংবাদিক। কবিতা ছাড়াও লিখেছেন ছোটগল্প, নাটক। পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি করেন ইতিহাস থেকে কল্পবিজ্ঞান পর্যন্ত অনেক বিচিত্র ও কৌতূহলোদ্দীপক বিষয়ে। বিদেশের জনপ্রিয় উপন্যাস থেকে রসমধুর লোককাহিনী পর্যন্ত অনেক স্মরণীয় সাহিত্যসম্ভার তিনি উপহার দিয়েছেন পাঠক-পাঠিকাদের। তাঁর উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে : আজব তবে গুজব নয়, ইউএফও: গ্রহান্তরের আগন্তুক, উপকথন, উপকথন আবারও, উপকথন আরও, উপকথন ফের, গল্পগাছা, তেপান্তর, বরিবল নামা, মনপবন, সবার সেরা, সাগরপার এবং রঙবাহার।
আন্দালিব রাশদী
আন্দালিব রাশদী কথাসাহিত্যিক প্রবন্ধ লিখেন, অনুবাদও করেন। জন্ম ঢাকায়, বেড়ে ওঠা এবং জীবনযাপন এখানেই। পড়াশােনা ঢাকা, ওয়েলশ ও লন্ডনে। শুরুতে বিজ্ঞানের ছাত্র। আইনে স্নাতক, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতকোত্তর। ১৯৯৬ সালে লন্ডনে পিএইচডি করেছেন। আন্দালিব রাশদীর উপন্যাস মােনালি, তাতিয়ানা, কাজল নদীর জলে, সাতাশ। বছর পরে, মিমির নােটবই, লাইলিনামা, হাজব্যান্ডস, পপির শহর, ঝুম্পানামা, অধরা, জলি। ফুপু, ম্যাজিশিয়ান, ভারপ্রাপ্ত সচিব, প্রতিমন্ত্রী, কষ্ণকলি, শর্মিষ্ঠা, হুসনে জান্নাতের একাত্তর যাত্রা। কাকাতুয়া বােনেরা, সূচনা ও সুস্মিতা, ট্যারা নভেরা, অমরাবতী জীবন, সম্পর্ক, সেকেন্ড লেনের হেলেন, লুবনা ও কোকিলা, ডােনাট পিলাে, কঙ্কাবতীর থার্ড | ফ্লোর, শিমুর ভােরবেলা ও বুবনা। ছােটগল্প : শিমুর বিয়ের গল্প, হুমায়ুন, আন্দালিব। রাশদীর বাছাই গল্প, ডায়ানা যেদিন সিঁড়িতে বমি করল, পতিদাহ, পরিত্যক্ত কেলভিনেটর ফ্রিজের গল্প । প্রবন্ধ/অনুবাদ আমলা শাসানাে হুকুমনামা, ইডিপাস কমপ্লেক্স, লেডি গােদিভা ও অন্যান্য প্রবন্ধ, তলস্তয়, নােবেল বিজয়ী পাঁচজন, ওরহান পামুক, প্রিন্সেস, রেশমা ও রাধিকা, মুন্নিবাই ও এককুড়ি দক্ষিণ এশীয় গল্প, কুমারী, একাত্তরের দলিল, কালাশনিকভ ও অন্যান্য, কৃত্রিম জাগরণ, সুরাটের কফি হাউস, খুশবন্ত সিং ১ ও খুশবন্ত সিং ২।কিশাের সাহিত্য : কোব্বাদ ফ্রায়েড চিকেন, সিক্কাটুলি থেকে ভূতের গলি, ভূত ধরতে সুপার গ্লু, ভূতশুমারি, সিন্দাবাদ (অনুবাদ) ও রবিনসন ক্রুসাে (অনুবাদ)।