আমাদের মহান মুক্তিযুদ্ধের পটভূমি গোটা বাংলাদেশ। শুধু বাংলাদেশ বলছি কেন, এই যুদ্ধের অংশীদার পশ্চিমবঙ্গের মানুষ, ভারত সরকার। এই যুদ্ধ ছড়িয়ে গিয়েছিল সারা পৃথিবীতে। তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন, সিকিউরিটি অ্যাডভাইজার হেনরি কিসিঞ্জার প্রমুখ যেমন পশ্চিম পাকিস্তানকে মদদ দিয়েছে, চরিত্রহীন-লম্পট ইয়াহিয়া খানের সঙ্গে আঁতাত করেছে; অপরদিকে ইউরোপ-আমেরিকার সাধারণ জনগণ বাংলাদেশের পক্ষে রাস্তায় নেমেছে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এই কাজের নেপথ্যের মানুষদের আমরা কতটুকু জানি? আমাদের স্বাধীনতা আপনাতেই আসে নি। এর পেছনে ছিল কোটি মানুষের আত্মত্যাগ।
একদিকে যেমন তাজউদ্দীন আহমদ ও তাঁর প্রবাসী সরকার নিরলসভাবে হাজারো সমস্যা মোকাবেলা করে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, অন্যদিকে সেক্টর কমান্ডাররা পাকিস্তানি মিলিটারির সঙ্গে সম্মুখযুদ্ধ পরিচালনা করেছেন। বাংলার হাজার হাজার দামাল ছেলেমেয়ে দেশের জন্যে প্রাণ দিতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। সেই সময়ের প্রতিটা জীবনই একটি উপন্যাসের প্রেক্ষাপট। বহু গল্প বলা হয় নি, বহু গল্প জানা হয় নি, হারিয়ে গেছে বিস্মৃতির আড়ালে। আবার বহু গল্প ইচ্ছে করেই আমাদের জানতে দেওয়া হয় নি।
সেসব জানা-অজানা গল্প নিয়েই 'উতল হাওয়া'।