আমাদের সামনে এখন যে গ্রন্থটি রয়েছে, আমার বিশ্বাস, তা আমার রচিত অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ। গ্রন্থটি রচনায় আমার বেশ কয়েক বছর সময় ব্যয় হয়েছে। গ্রন্থটিতে তুলে ধরা হয়েছে অনন্য ঐতিহ্য ও গৌরবের ধারক উসমানি সাম্রাজ্যের ইতিহাস। অসংখ্য কল্যাণ ও শিক্ষায় সমৃদ্ধ এ গ্রন্থটি রচনা করতে গিয়ে আমি এমন অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি, যা অন্য কোনো গ্রন্থ রচনার ক্ষেত্রে হইনি। উসমানি সাম্রাজ্যের ইতিহাস সুদীর্ঘ এক ইতিহাস। এই ইতিহাসের পরতে পরতে জড়িয়ে আছে হাজারো জট ও জটিলতা। তবে একইসঙ্গে তা শিক্ষা ও উপদেশে ভরপুর। বরং আমার ধারণা, কল্যাণ ও প্রাণশক্তির বিচারে এটি অন্যতম শ্রেষ্ঠ ইতিহাস।
—ড. রাগিব সারজানি
‘উসমানি সালতানাতের ইতিহাস’ গ্রন্থের বৈশিষ্ট্য:
▪️ ১৭৫৫টি গ্রন্থের সহায়তায় রচিত
▪️ ৬০০ বছরের অধিক সময়ব্যাপী এক সালতানাতের বিস্তৃত বিবরণ
▪️ উসমানি সকল সুলতানকে নিয়ে সারগর্ভ বর্ণনা
▪️ একটি সালতানাত নিয়ে ১৮৯৬ পৃষ্ঠাব্যাপী রচিত একটি গ্রন্থ
▪️ একটি সালতানাত নিয়ে ৪ খণ্ডব্যাপী রচিত একটি গ্রন্থ
ড. রাগিব সারজানি
Dr. Rageb Sarjani জন্ম: ১৯৬৪ঈ. আল মুহাল্লা কুবরা, মিশর। ড. রাগেব সারজানী মিশরের বিশিষ্ট ইসলামপ্রচারক, ইতিহাসবিদ ও একজন আধুনিক আরবলেখক। পেশায় মূলত তিনি একজন ডাক্তার। তবে ডাক্তারি পেশার পাশাপাশি ইসলামী ইতিহাসের গভীর গবেষণা বর্তমান পৃথিবীতে তাকে একজন বিশিষ্ট ইসলামী ইতিহাসবিদ হিসেবে পরিচিত করেছে। ১৯৮৮ খ্রিস্টাব্দে গ্রাজুয়েশন সম্পন্ন করার পর পবিত্র কুরআনুল করীম হিফজ করেন। ইসলামের প্রতি আস্থা ও ভালোবাসা, ইসলামের ইতিহাসের প্রতি দরদ ও শ্রদ্ধা-তার চোখের তারায় যে আগামীর স্বপ্ন আঁকে-সেই স্বপ্ন বিশ্বময় ছড়িয়ে দিতেই তার লেখালেখি। এই স্বপ্ন ছবি হয়ে উড়ে বেড়ায় তার রচনার ছত্ৰে ছত্ৰে | শিক্ষা তিনি ১৯৮৮ খ্রিস্টাব্দে কায়রো বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদ থেকে ইউরোসার্জারি বিষয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। ১৯৯২ খ্রিস্টাব্দে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৮ খ্রিস্টাব্দে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ১৯৯১ খ্রিস্টাব্দে পবিত্র কুরআনুল করীম হিফজ করেন। কর্মক্ষেত্র অধ্যাপক : মেডিসিন অনুষদ, কায়রো বিশ্ববিদ্যালয়,সদস্য : ইন্টারন্যাশনাল মুসলিম উলামা পরিষদ,সদস্য : মানবাধিকার শরীয়া বোর্ড, মিশর,সদস্য : আমেরিকান ট্রাস্ট সোসাইটি ,প্রধান : ইতিহাস বিভাগ, ইদারাতুল মারকাযিল হাজারা, মিশর রচনাবলি ইতিহাস ও ইসলামী গবেষণা বিষয়ে এ পর্যন্ত তার ৫৬টি মূল্যবান গ্ৰন্থ প্রকাশিত হয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য— কিসসাতুত তাতার (তাতারীদের ইতিহাস),কিসসাতু উন্দুলুস (স্পেনের ইতিহাস),কিসসাতু তিউনুস (তিউনেসিয়ার ইতিহাস) আর রহমা ফি হায়াতির রসূল মা'আন নাবনী খায়রা উন্মাতিন প্রভৃতি।
Title :
উসমানি সালতানাতের ইতিহাস ৪ খণ্ড (হার্ডকভার)