ফ্ল্যাপের কিছু কথাঃপায়ে পায়ে হেঁটেছি অনেক পথ-অনেক সকাল-দুপুর-বিকেল কেটেছে মুগ্ধতায়,স্মৃতিকাতর মেঘলা দিনে-কষ্ট মেঘের ফাঁকেএখনো উঁকি দেয় তোমার একফালি হাসি;আমি আলোড়িত হই সেই আগেকার মতোই । কত ঢেউয়ে ধুয়ে গেছে তবুও - আজও সাগর সৈকতে খুঁজি তোমার পায়ের চিহ্নসাগরে সূর্যাস্ত হয়-আমি এখনও হাতের মুঠোয় অনুভব করিতোমার হাতের কোমলতা।এখনও ভেবে ধন্য হইমনে মনে রেখেছিলে- আমাকে ভালোবেসেছিলেসাগরের মতো সত্য-উদার-অসীম ভালোবাসা। সূচিপত্র* স্বপ্ন-ফেরিওয়ালা* আততায়ী* বাঁচার জন্য বেঁচে থাকব* নিজস্ব দৈন্যতা* হৃদয় আকাশ ছিলো* আইস বার্ণ * ঘসেটি মহল* বিদগ্ধ ভালোবাসা* ইতিহাস গদ্য না পদ্য* আটপৌঢ়ে জীবন* বললেই যাবো চলে* ছাই হয়েই ফিরে যাবো* তার অধরে খুঁজি জল* আমার ভেতরে আমার বিভীষণ* অবিনাশী শক্তি আমার বুকে* ক্লান্ত পথিক * পূর্ণিমার চাঁদ ও আটার রুটি বিষয়ক কবিতা* নিভৃত ভালোবাসা* আসবে সময়* থেমস* প্রেমিক পিশাচ হলে* পুণ্য আত্মা দিদিমা* মানব গোখরে* থোকা থোকা দুঃখ* নামহীন তোমরা * মহাকালের সন্ধি * চলো পাথর হয়ে যাই * সুখ আর ভালেবাসার নিজস্ব সমীকরণ * ভালোবাসা* কিছু যায় আমে না আমার * রাজকন্যা কথা বল* এই তো পথচলা* স্বপ্নের রাজ্যে আমি দুর্দান্ত স্বৈরাচার* হবি ইতিহাস* স্পর্শ* বারোমাসি দুঃখ* কুটুম পাখি* শুধু একটিবার* একটি আসমানী শোকসভা * সূর্যস্নান * তুমিহীন জীবনের যন্ত্রণা* সোজা সাপ্টা কথা* আমার আমি* অভিশাপ দেই না তোমাকে * স্বপ্ন বয়ান* জ্যামিতিক ভালোবাসা* থমকে দাঁড়িয়ে আছে সে * কন্যা ইন্দ্রবালা* বলা না বলা কথা * ফিরে আসবো একদিন* আলোর দূত * কান্না * অভিশপ্ত কবি * সম্ভাব্য গণতন্ত্র* সাদামাটা ভাবনা * সত্যচাষী* স্বপ্ন তুমি নিপাত যাও* দায়ভার* আমি একেলা বানবাসী * ২৪ ক্যারাট* অস্থির জলছবি* খেয়ালী মন * কাঠ-ঠোকরা ঠুকছে বুকে কাঠ* কষ্টরাত* অব্যক্তই থেকে যাক কিছু কথা* সুখ সংক্রান্ত কবিতা* এক নদী অন্ধকারে সাঁতার কেটে* স্বপ্নের নভোচারী * শব্দচাষী* নিরবচ্ছিন্ন ভালোবাসার প্রহর* গন্তব্যহীন গন্তব্য* জলদি ভাঙ্গা মান * অনন্ত ভালোবাসার ছোঁয়া * বিধ্বস্ত যৌবন* অর্ধশত বর্ষ ছুঁই ছুঁই* কোকিল হলেই ভালো হতো* গ্রাম হৃদয়পুর * মহাকার্ষণ* ছিটমহল * খোঁজ * উড়তে দেইনা কষ্টের ধুলোবালি
কুতুব আফতাব
Overall Ratings (0)