বাস্তব ও নিহিত জীবনের বলিষ্ঠ রূপকার বাংলা ছােটগল্পের প্রতিনিধিত্বশীল স্রষ্টা আনিস রহমান। জীবনের অনিবার্য কারুণ্য ও গতিশীল তারুণ্য, মানব-চরিত্রের জটিল রস ও রসায়ন, পরিপার্শ্বের পরিবর্তন-মানবচৈতন্যে তা ঝড়-ঝাপ্টা তাঁর গল্পে উঠে আসে এমন এক অনায়াস ভঙ্গিতে যে, তাকে প্রাকৃতিক লীলালাস্য বলে ভ্রম হয়। গ্রামীণ ও নাগরিক জীবনের অলিগলির মতাে মনােলােকের অলিগলিতেও তাঁর যাতায়াত সহজ ও সবল। নিরেট কষ্টকে যেমন ড্রামাটিক রিলিফের মধ্যে সহনীয় পর্যায়ে নিয়ে আনাটা তার এক সহজাত বৈশিষ্ট্য, তেমনই হাস্যকর পরিস্থিতির মধ্যেও তাঁর অঙুলিসঙ্কেতে স্পষ্ট হয়ে ওঠ নিগূঢ় নিঝুম বেদনা একফোঁটা শিশিরবিন্দু। নিরীক্ষার কসরত নেই, অভিজ্ঞতার বাইরে মাথা বাড়ান না এই কথাশিল্পী, বােধ করি এই কারণেই তাঁর অনন্যতা নিশ্চিত হয়ে যায়। ‘উড়াে মেঘের হাতছানি’ গল্পগ্রন্থও এর প্রামাণ্য সাক্ষ্য হয়ে সমুপস্থিত পাঠকের বিবেচনার দরােজায়।
আনিস রহমান
আনিস রহমান-এর জন্ম ২০ জানুয়ারি ১৯৬৪ ঢাকায়। গ্রাম গাজীপুর জেলার কালীগঞ্জ। তিনি গল্প লিখছেন মধ্য-আশি থেকে। যাপিত জীবনের ব্যক্তিক ও সামাজিক অভিজ্ঞতার সংবেদনশীল রূপায়নের জন্যে তিনি প্রথম থেকেই চিহ্নিত হয়েছেন ব্যতিক্রমী একজন গল্প লেখক হিসেবে। নদীর রূপপালী ধারা, বাঁক ফেরা তাকে মগ্ন করে, মুগ্ধ করে গভীর চেতনায় । তাই ফিরে ফিরে নদীর কাছে যাওয়া তার অনন্য এক শখ। দীর্ঘ প্রায় এক দশক যুক্ত ছিলেন সাংবাদিকতায়। সে সুবাদে জীবনের নানা অবয়ব কখনও তাকে করেছে আশাহত কখনও আর্দ্র। কখনও আবার স্বপ্ন দেখিয়েছে নতুন আগামীর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগােলে সম্মানসহ স্নাতকোত্তর । পিএইচ.ডি করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কর্মরত। সংসারবন্ধু আশরাফ জঁহা এলি। শিক্ষকতা করেন একটি কলেজে। মেয়ে নিসর্গ মেঘেলা। ছেলে দিঘল অরণ্য কাব্য। প্রকাশিত গ্রন্থ : ছােটগল্প। ছেড়া পাঁজরের চিরকুট, ছায়া জুড়ে বিষন্নতা, বাজে না মন্দিরা, ঈশ্বরের চিত্রনাট্য, মণ্ডপটিলার পার্শ্বচিত্র, তুলির ডগায় রঙ, আকাশ কাকুর চিঠি, হৃদয়পুর, গ্রেট দিপকদা, আঁকাজোকা মুখ, ভূত-অদ্ভুত। প্রবন্ধ : বাংলাদেশের উপন্যাসে ভূগােল-চেতনা (১৯৪৭-১৯৯০), কাল-সমকাল ।