উড়ছে হাইজেনবার্গ (হার্ডকভার)
" উড়ছে হাইজেনবার্গ ।।।।। এ পর্যন্ত যতো ভ্রমণ কাহিনী পড়েছি, এটা তাদের মধ্যে সবচেয়ে সেরা- বলতে দ্বিধা করছি না। এই বইয়ে পৃথিবীর ২০ টি শহরের ভ্রমণ কাহিনী খুব সহজ - সরল ভাষায় অকপটে বলা হয়েছে। ইউরোপ এর লন্ডন, ব্রাসেলস যেমন আছে, তেমনি আছে মক্কা,মদিনা, ভুটান, নেপালের কথা। ভ্রমণের পাশাপাশি বর্নণা করেছেন ইতিহাস, বিজ্ঞান,খাবারের কথাও। যা ভ্রমণের গল্পগুলোকে অন্য এক মাত্রা দিয়েছে। তাই পৃথিবী ভ্রমণের সকল বিষয়ে সঠিক তথ্য জানতে বইটি দরকার। এই বইতে সকল বিষয়ে খুব নিপুণভাবে আলোচনা করেছে। বইটি পেতে আজকেই অর্ডার করুন।।।। ।।
এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের ১২টি দেশের ২৩টি শহরের গল্প বর্ণিত হয়েছে এই বইটিতে। লেখক বিভিন্ন শহরের হোস্টেলে থেকে, স্থানীয় মানুষের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করে, প্রতিটি স্থানের মজাদার খাবার চেখে দেখে এই বইটি লিখেছেন। গল্পের ছলে বর্ণিত এই কাহিনিতে তাই আপনি জানতে পারবেন দেশগুলোর প্রকৃতি, মানুষ এবং খাবারের কথা। গল্পের শুরু নেপালের কাঠমন্ডুতে। ভূটান, থাইল্যান্ড, মক্কা-মদীনা পার করে লেখক এরপর পাড়ি জমিয়েছেন ইউরোপে। যুক্তরাজ্যের অক্সফোর্ড শহরে অবস্থানরত অবস্থায় প্রায়শই লন্ডন, কেমব্রিজ, বেলফাস্ট এবং ব্রাইটনে চলে গিয়েছেন। কখনোবা পাড়ি জমিয়েছেন নেদারল্যান্ড, বেলজিয়াম, জার্মানি কিংবা ইতালিতে। সবশেষে লেখক ছুটে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার জঙ্গলে, বইটির ইতি টেনেছেন কেপ টাউন ভ্রমণের অসাধারণ গল্প দিয়ে। ভ্রমণপিপাসু কিংবা গল্পপ্রেমিক প্রতিটি মানুষের এই বইটি পড়ে বিশ্বভ্রমণের বাসনায় বিভোর হবে এই প্রত্যাশা থেকেই বইটি লেখা হয়েছে।