বাবা-মায়ের ভালোবাসার কথা ভাবতে ভাবতেই দুম করে উর্বশীর চোখের পাতায় তাকে দেখতে আসা উৎসব নামক ঘেমে নেয়ে লাল হয়ে যাওয়া ছেলেটার মুখ ভেসে ওঠে। সেই সঙ্গে মস্তিষ্কে আলোড়িত হয় কতশত ভাবনা। সত্যি যদি এই ছেলেটার সাথে তার বিয়ে হয় তাহলে কি একটা সময় সে নিজেও মায়ের মতো করে ভালোবাসবে! তার অসুখে কষ্ট পাবে? দুঃখে দুঃখ পাবে? আনন্দে আনন্দিত হবে? সুখে সুখ পাবে? সুখ! সত্যি কি সুখ নামক পাখিটা তার জীবন আকাশে ডানা ঝাপটে উড়ে বেড়াবে? আহা রে, সুখ রে! এই সুখের জন্য মানুষ কত মরিয়া হয়ে থাকে! যেকোনো কিছুর বিনিময়ে মানুষ কেবল সুখ চায়। সুখী হতে চায়। যে দুঃখী সে সুখী হতে চায়। যে সুখী সে আরও সুখী হতে চায়। সবার কেবল সুখ চাই, সুখ। সুখ যদি লেইস ফিতার মত দশ টাকা পিস হিসেবে কিনতে পাওয়া যেত তাহলে মানুষ সুখ কিনে নিজের ঘর বোঝাই করে রাখত। লেইস ফিতাওয়ালা গলা ছেড়ে হাঁকত, এই সুখ কিনবেন, সুখ…