ফ্ল্যাপের কিছু কথাঃ রক্ষণশীল ও সম্ভ্রান্ত পরিবারে পান্না কায়সারের জন্ম। উদার, সঙ্গীত সাধক মাইজভান্ডারের মুরিদ বাবা মায়ের উৎসাহে সমাজের বাধাকে উপেক্ষা করে লেখা পড়া করেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে ১৯৬৯ সনের গর্ণঅভুত্থানে কারফিউর মধ্যে এক সোনালি সন্ধ্যায় প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদ শহীদুল্লাহ কায়সারের সঙ্গে বিয়ে হয়েছিল। ১৯৭১ এর ১৪ই ডিসেম্বর সন্ধ্যায় আলবদর-রাজাকাররা শহীদুল্লাহ কায়সারকে ধরে নিয়ে যায় । তাঁকে আজও খুঁজে পাওয়া যায়নি। মেয়ে শমী কায়সার ও ছেলে অমিভাত কায়সারের মতো ছোট সন্তানদের নিয়ে লেখালেখি শুরু। হয় অন্যরকম জীবনযুদ্ধ। পেশা হিসেবে বেছে নিয়েছেন অধ্যাপনা। নিজকে জড়িয়ে নিয়েছেন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে।