উপন্যাস মাধ্যমটিকে আমি বলি সৃজনশীল সাংবাদিকতা; একটি বিশেষ সময়, একটি বিশেষ স্থান সেই সময়কালে-- এরই পটভূমিতে জীবন ও অস্তিত্ব অনুভবের বিবরণই হচ্ছে উপন্যাস। সময় এবং স্থান যখন হয় ভিন্ন, তখন একই গল্প লেখার হলেও আর এক থাকে। ভিন্ন গল্প হয়ে যায়। যদি ওপর কাঠামােয় । বাঁধা ঘটনার সার বিবেচনা করি, তাহলে। দেখতে পাব— মানুষের গল্প অসংখ্য নয়; হাতে গােণা আট দশটি গল্পই বটে; কিন্তু তারা অজস্র হয়ে যায়, গণনার অসাধ্য হয়ে পড়ে, যখন গল্পের স্থান ও কাল বদলে যায়।
সৈয়দ শামসুল হক
সৈয়দ শামসুল হক (২৭ ডিসেম্বর ১৯৩৫ - ২৭ সেপ্টেম্বর ২০১৬) ছিলেন বিংশ শতাব্দীর শেষভাগের একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক, যিনি কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদসহ সাহিত্যের সব শাখায় অবদান রেখে সব্যসাচী লেখক হিসেবে পরিচিতি পান। তাঁর লেখকজীবন প্রায় ৬২ বছর ব্যাপী বিস্তৃত ছিল। মাত্র ২৯ বছর বয়সে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন, যা তাঁকে এই পুরস্কারের সবচেয়ে কম বয়সী প্রাপক করে তোলে। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি ১৯৮৪ সালে একুশে পদক এবং ২০০০ সালে স্বাধীনতা পুরস্কার অর্জন করেন।